রোদ ঝলমলে আকাশ নাকি বৃষ্টি? জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া, কবে আসছে শীত?
| Published : Nov 06 2024, 06:50 AM IST
- FB
- TW
- Linkdin
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া থাকবে। তবে, আজ বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলা দুই এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বাকি জেলা যেন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিং মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে।
তারপর থেকে দক্ষিণ বঙ্গের আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি হয়নি।
আপাতত দক্ষিণের কোথাও পারদ নামার সম্ভাবনা নেই। আগামী দুদিন গাঙ্গেও দক্ষিণবঙ্গে কিছু এলাকা হালকা কুয়াশায় ঢাকতে পারে।
এদিক উত্তরবঙ্গের কয়েকদি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।
আবার শুষ্ক আবহাওয়া থাবে উত্তরে। উত্তরে এখনই আসছে মা শীত। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতরা।
এখন প্রশ্ন আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস জারি হয়নি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আপেশাপে থাকবে।
তেমনই বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত সব জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে।