সংক্ষিপ্ত
গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের আয়ের অন্যতম উৎস মদ বিক্রি। যে কোনও উৎসবের সময় রাজ্যে মদ বিক্রিতে নতুন নজির দেখা যাচ্ছে। এবারের উৎসবের মরসুমেও তার ব্যতিক্রম হয়নি।
বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো না বড়দিন? তর্ক চলতেই পারে। তবে মদ বিক্রির হিসেব বলছে, বড়দিন ও ইংরাজি নতুন বছরের চেয়ে অনেক পিছিয়ে দুর্গাপুজো। রাজ্য সরকারের আবগারি দফতরের হিসেব অনুযায়ী, ২০২৪ সালের দুর্গাপুজোর সময় যত টাকার মদ বিক্রি হয়েছিল, এবারের বড়দিন ও ইংরাজি নববর্ষের সময় তার আট গুন বেশি টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দফতরের তথ্য অনুযায়ী, দুর্গাপুজোর সময় প্রায় ১২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেখানে বড়দিন থেকে ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারির সময় প্রায় ১,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে মদ বিক্রি বেড়েছিল। ক্রিসমাস ইভ, নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ারের সময় রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয়েছে। আবগারি দফতর আরও জানিয়েছে, বড়দিন ও ইংরাজি নতুন বছরের সময় বাঙালিরা যেমন বিদেশিদের পোশাক অনুকরণ করেন, তেমনই মদের ক্ষেত্রেও বিদেশিদেরই অনুকরণ করছেেন বাঙালি সুরাপ্রেমীরা। বড়দিন, ইংরাজি নববর্ষের সময় দেশী মদের বদলে হুইস্কি, স্কচ, রম, টেকিলা, ভদকা, বিয়ারই বেছে নিয়েছে বাঙালি। বড়দিনের সময় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। শীতের আমেজ ছিল না বললেই চলে। এই কারণে বিয়ার বিক্রির পরিমাণও ভালোই ছিল।
মদের দাম বাড়লেও বিক্রি কমছে না
রাজ্য সরকারের পক্ষ থেকে কম দামে দেশী মদ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। যা বাংলা নামে পরিচিত। কিন্তু বড়দিন, ইংরাজি নববর্ষের সময় বাংলার বদলে অন্য ধরনের মদই বেছে নিয়েছে বাঙালি। দেশী মদের চেয়ে বিয়ার-হুইস্কি-স্কচ-রম-ভদকার দাম বেশি। কিন্তু তাতেও পিছপা হননি বাঙালি সুরাপ্রেমীরা। তাঁরা বেশি টাকা দিয়েই মদ কিনেছেন এবং খেয়েছেন। ফলে রাজ্য সরকারের লাভ হয়েছে।
আলিপুরে সবচেয়ে বেশি মদ বিক্রি
আবগারি দফতরের হিসেবে কলকাতায় চারটি বিভাগীয় জেলা হল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর ও বিধাননগর। এর মধ্যে আলিপুরেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে। এই বিভাগে ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। কলকাতার বাইরে রাজ্যের অন্যত্র মদ বিক্রির হিসেব এখনও পাওয়া যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের সবচেয়ে সস্তা জিন! দাম জানলে চমকে যাবেন, এত কম দামেও মদ পাওয়া যায়?
গুজরাট-বিহারের পথে হেঁটে, দেশের এই রাজ্যগুলিতেও সম্পূর্ণ নিষিদ্ধ মদ