- Home
- West Bengal
- Kolkata
- একধাক্কায় শিক্ষকদের অবসরের বয়স ৫ বছর বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার? বিজ্ঞপ্তি জারি নবান্নের
একধাক্কায় শিক্ষকদের অবসরের বয়স ৫ বছর বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার? বিজ্ঞপ্তি জারি নবান্নের
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে।
জানা গিয়েছিল এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ বছর করা হতে পারে। জেনে নিন কী হতে চলেছে।
এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়। তবে কি সত্যিই ৫ বছর বাড়ছে কর্মজীবন? এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শনিবার নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরেই এই সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর খবর বের হয়।
সেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর ৫ বছর বাড়িয়ে ৬০ থেকে ৬৫ বছর করে দেওয়া হচ্ছে।
এমন একটা বিজ্ঞপ্তি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরেই শুরু হয়ে তুমুল আলোচনা।
সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানেই জানানো হয় বয়স বৃদ্ধির কথা। তবে এই সংবাদ ভুয়ো বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু।
এদিন তিনি জানান, ‘গতকাল রাত থেকে যে খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স শিমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। এই ধরণের খবর সমাজমাধ্যমে না ছড়ানোর আবেদন জানাচ্ছি’।
তাই কিছু সময়ের জন্য বিভ্রান্তির সৃষ্টি হলেও শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর আপাতত সবটা পরিষ্কার হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য কর্মচারীরা এখনও মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় আছেন।
কেন্দ্র যেখানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% ডিএ দিচ্ছে সেখানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% ডিএ পাচ্ছেন।