WB News Lokayukto Appointment: ১ ডিসেম্বর রাজ্যে নিযুক্ত হলেন নতুন লোকায়ুক্ত। নবান্নের তরফে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে এই পদে নিয়োগ করল রাজ্য সরকার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata News: এসআইআর আবহে রাজ্যে নিযুক্ত হলো নতুন লোকাযুক্ত। সোমবাররবীন্দ্রনাথ সামন্ত রাজ্যের নবনিযুক্ত লোকায়ুক্ত নিযুক্ত করল নবান্ন। তিনি অসীম রায়ের স্হলাভিসিক্ত হলেন। রবীন্দ্রনাথ সামন্ত হলেন একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি মূলত একজন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হয়েছেন। তার পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলায় দায়রা ও জেলা বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং তার কর্মদক্ষতার জন্য পরিচিত। এছাড়া তিনি একজন লেখকও, যিনি কবিতাসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন।

লোকায়ুক্তকে নিয়োগ করেন কে?

লোকায়ুক্তের মাধ্যমে মন্ত্রী, বিধায়ক, প্রশাসন এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হয়। সরকারি আধিকারিক ও কর্মচারীদের মধ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ করা হয়। নাগরিকদের দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে অভিযোগ নিষ্পত্তিতে সাহায্য করে লোকাযুক্ত। নিয়োগ প্রক্রিয়া রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে সম্পন্ন হয়।

লোকায়ুক্ত নিয়োগের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করে, যেখানে বিধানসভার বিরোধী দলনেতা উপস্থিত থাকেন। ২০১৮ সালে, মাননীয় অসীম কুমার রায়, অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারক, রাজ্য লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হন এবং তিন বছর মেয়াদে কাজ করেন। তার পরেও আরও ২ বছরের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা হয়। মানবধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য হিসাবে যথাক্রমে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মধুমিতা মিত্র।

অন্যদিকে, বিএলও-দের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে বাংলাদেশি মুসলমান ও অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আই-প্যাক। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈঠক শেষে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'বিএলও-দের চাপ দিয়ে তাদের নিয়ন্ত্রণ করছে আই-প্যাক।' 

বিরোধী দলনেতা শুভেন্দু আরও দাবি করে বলেন যে- ‘’আমরা ১৭,১১১ বুথের অভিযোগের ডেটা স্পেশাল অবজার্ভার এবং সিইও-কে দিয়েছি। যেভাবে স্টেট এবং জোন অবজার্ভার দেওয়া হয়েছে, যে ৩৪৫টি এসডিও অফিস, বিডিও অফিসে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মাইক্রো-অবজার্ভার নিয়োগ করতে হবে। এবং তিনি যেন স্টেট গর্ভমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন, নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়।''

‘’গতকাল ফলতায় স্টেট অবজার্ভারের সামনে ১৭ জন বিএলও-কে জয়েন্ট বিডিও এবং বিডিও সানু বক্সী (সাদা খাতার বিডিও) সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে। গতকাল ফলতায় বিজেপির কোনও প্রতিনিধি ছিল না, রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে তৃণমূল কংগ্রেস। স্টেট অবজার্ভার বলেছেন, আমি কড়া ব্যবস্থা নেব।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।