- Home
- West Bengal
- Kolkata
- শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে এই দুই জেলা, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে এই দুই জেলা, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
নভেম্বরের শেষ থেকে শীতের আমেজ অনুভূত হলেও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী ৩-৪ দিন আবহাওয়া একই থাকবে, চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে।
- FB
- TW
- Linkdin
)
নভেম্বরের শেষ থেকে অনুভূত হচ্ছিল হালকা শীতের আমেজ। কিন্তু হঠাৎই ছন্দ পতন।
নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ থাকছে। এর প্রভাবে চড়চড়করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতা সহ দক্ষিণের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের ওপর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ থেকে ৪ দিন আকই থাকবে আবহাওয়া। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা কমতে পারে বলে খবর।
আকাশ মেঘলা থাকলেও দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে অব্যাহত।
উত্তরঙ্গে আছে ঠান্ডা আমেজ। এই ঠান্ডা আরও বাড়তে চলেছে বলে খবর।
উত্তরবঙ্গে হবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং জেলায় হতে পারে বৃষ্টি। হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছ।
উত্তরবঙ্গে বৃষ্টি হবে বৃহস্পতি ও শুক্রবার। আজ বুধবার শুষ্ক থাকবে আবহাওয়া।
তেমনই দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণে সকালে থাকবে কুয়াশা।
আজ বুধবার উপকূলবর্তী জেলায় থাকবে কুয়াশা। সূত্রের খবর, নিম্নচাপের মেঘ কাটলেই পড়বে ঠান্ডা।