কাল থেকে বৃষ্টি শুরু? এক ধাক্কায় বাড়ল ৩ ডিগ্রি, রাতারাতি বদলে গেল আবহাওয়া
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01j80vjngvkj7xdgbzqa5vjb0w/GettyImages-117272646-1726605776410.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবারের সরস্বতী পুজোয় শীতের লেশমাত্র থাকবে না। উল্টে গরমে রীতিমতো ঘেমে যাওয়ার জোগাড় হতে পারে।
![](https://static-gi.asianetnews.com/images/01j6wqvq6372hn1j37t6hd0vzy/sunny-day-sky-clouds-white-sky-1725393919171.webp?impolicy=All_policy&im=Resize=(690))
গত শনিবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে পারদ। সঙ্গে হালকা কনকনে হাওয়াও বইছিল।
তাতেই সকলের মনে আশা জেগেছে যে জানুয়ারির শেষ দিকেই এবার জমিয়ে নামবে শীত।
এদিকে আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কিন্তু তাতে এবার সেই আশায় জল ঢেলে দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর বিশেষ সম্ভাবনা নেই।
বরং ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর তার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা।
এছাড়াও সারা বাংলা (South Bengal Weather) জুড়ে থাকবে কুয়াশার চাদর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সরস্বতী পুজোতেও ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে রাতের পারদ।
শনিবার পয়লা ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, উত্তর-পশ্চিম ভারতে। এছাড়া উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রীম উইন্ড।
এছাড়া পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে আগামী কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। আপাতত দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে থাকবে ঘন কুয়াশার চাদর। ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
এক রাতের মধ্যেই অর্থাৎ আজ থেকেই কলকাতার তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি। তাই আর শীতের স্পেল আর চওড়া হচ্ছে না কলকাতায়।
সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই রোদ ঝলমলে আকাশ থাকছে কলকাতায়। তবে দুপুরের দিকে জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বাড়বে গরম।