- Home
- West Bengal
- Kolkata
- বাড়ছে না DA! দুঃখ ঘোচাতে রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি দিল অর্থ দপ্তর
বাড়ছে না DA! দুঃখ ঘোচাতে রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি দিল অর্থ দপ্তর
রাজ্য সরকারি অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এখন থেকে অনলাইনে প্রদান করা হবে। ডিরেক্টরেট ও সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএস-এর মাধ্যমে টার্মিলাম বেনিফিটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। কর্মীরা অবসরের দিনই অনুদান পাবেন।

বহুদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে চলছে জল্পনা। এই নিয়ে চলছে আন্দোলনও।
তা সত্ত্বেও এখনও মেলেনি কোনও নিশ্চিত খবর। এবার কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের বিভিন্ন দফতরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধা এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনে মাধ্যমেই প্রদান করা হবে।
গোটা বিষয় ডিজিটাইজ করার বিজ্ঞপ্তি জারি করা হল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলো এইচআরএমএস-র মাধ্যমে টার্মিলাম বেনিফিট পেতে অনলাইনেই আবেদন জানাতে পারেন।
এর ফলে অবসরের পর আর কর্মীদের অপেক্ষা করতে হবে না।
টার্মিলান বেনিফিটের ক্ষেত্রে ডিরেক্টর নিজেই অনুমোদন দিতে পারবেন। সংশ্লিষ্ট কর্মী অবসরের দিনই এই অনুদান পাবেন।
প্রথমে রাজ্যের চুক্তিভিত্তিক, অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় ৩ লক্ষ টাকা পেতেন।
যা এখন ৫ লক্ষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে বিশাল চমক দিতে চলেছে মুখ্যমন্ত্রী। কর্মীদের জন্য নিলেন এক বিরাট সিদ্ধান্ত।