শীতের হাওয়ার 'নাচ' কলকাতায়! তাই দিনের তাপমাত্রা বীরভূম-পুরুলিয়ার থেকেও কম
আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গত দুই দিন, সোম ও মঙ্গলবার দিনের তাপমাত্রা পশ্চিমের একাধিক জেলার থেকে কম ছিল। কলকাতার দিনের তাপমাত্রা বীরভূম- পুরুলিয়ার থেকেও কম। এই আবহাওয়া কারণ জানিয়েছে হাওয়া অফিস।

শীতের হাওয়া
এবার রেকর্ড ভাঙা শীত কলকাতা -সহ দক্ষিণবঙ্গে। গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিকে টেক্কা দিয়ে আসছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যারমধ্যে অধিকাংশ জেলাই পশ্চিমের। কিন্তু মঙ্গলবার আবহাওয়ার খামখেয়ালিপনা সেই ছকও ভেঙে দিল।
শীতের কাঁপন কলকাতায়
আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গত দুই দিন, সোম ও মঙ্গলবার দিনের তাপমাত্রা পশ্চিমের একাধিক জেলার থেকে কম ছিল। কিন্তু কেন দিনের বেলায় এত শীত কলকাতায়? উত্তর দিয়েছে আবহাওয়াবীদরা।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা পুরুলিয়া বা বীরভূমের তুলনায় কম। পুরুলিয়ার দিনের তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি. আর বীরভূম, দক্ষিণবঙ্গের শীতলতম জেলার তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বীরভূম আর পুরুলিয়ার সঙ্গে কলকাতার দিনের তাপমাত্রার ফারাক অনেকটাই।
রাতের তাপমাত্রা
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পুরুলিয়ার রাতের তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আর বীরভূমের শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বসিরহাট, ক্যানিং-এর দিনের তাপমাত্রা ছিল কলকাতার থেকেও কম।
কলকাতার দিনের তাপমাত্রা কম থাকার কারণ
আলিপুর হাওয়া অফিসের মতে কলকাতার দিনের তাপমাত্রা কম থাকার কারণ হল উত্তুরে হাওয়ার দাপট। আর রোদ না ওঠা। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকে। কুয়াশায় ঢাকা থাকে আকাশ। যার কারণে দিনের তাপমাত্রার পারদ হুহু করে নিচের দিকে নামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শীত স্থায়ী হবে। একই সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

