তাপমাত্রা নামবে কালিম্পং-এরও নীচে! কাল থেকেই কনকনে ঠান্ডার অনুভূতি?
বঙ্গের দুয়ারে শীত। জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনকী দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে কালিম্পংয়ের পাশাপাশি আবহাওয়াও শুষ্ক থাকবে। কলকাতা নিয়ে কি আপডেট? জেনে নিন পূর্বাভাস।

শীতের (Winter) দাপট শুরু হয়ে গেল বাংলায়? বর্তমানে আবহাওয়ার মতিগতি দেখে এখন সকলে এই একটা কথাই বলছেন। ইতিমধ্যে বহু মানুষের গায়ে শীতবস্ত্র উঠে গিয়েছে। এদিকে হুড়মুড়িয়ে পারদ কমল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।
হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেছে। এই দুই জেলায় শীতের আগমনী বার্তা এসে পৌঁছেছে বলে মনে হচ্ছে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করছে। যার জেরে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশেই ঘোরাঘুরি করছে। IMD-র পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের থেকে একটু বেশিই নিচে নেমে গিয়েছে। এই যেমন ঠান্ডা বেড়েছে বাঁকুড়া, পুরুলিয়ার। এই তালিকায় নাম লিখিয়েছে বীরভূমও। সর্বোপরি কালিম্পংকে হারিয়ে দিয়েছে খোদ বীরভূমের শ্রীনিকেতন।
শনিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫.৮°সেলসিয়াস। যেখানে কালিম্পং এর সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬°সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাকে গুনে গুনে দশ গোল দিয়েছে শ্রীনিকেতন। আজও এই জেলাগুলিতে ঠান্ডার দাপট থাকবে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ আবার উত্তরের পাহাড়ি জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আপাতত বাংলায় ঠান্ডার এই আমেজ বিরাজ করবে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এর জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর কলকাতার তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।
দার্জিলিং ও কালিম্পং এর মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে। বৃষ্টিও হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। জানা গিয়েছে, পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। বাংলাদেশের ওপর আরো একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। তবে এর প্রভাব বাংলায় খুব একটা পড়বে না বলে খবর।

