পুলিশের খাতায় হুব্বা শ্যামলের নামকরণ হয়েছিল প্যাথোলজিক্যাল কিলার হিসাবে। যাদের খুন করাটা মজ্জাগত- কারণে-অকারণে নৃশংতার সঙ্গে খুন করে চলে,-অপরাধ বিজ্ঞানে তাদের প্যাথোলজিক্যাল কিলারের তকমা দেওয়া হয়। হুব্বাও তেমন ছিল। নেশার ঘোরে কেমন যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকত শ্যামল। আর সেখান থেকেই তার নামকরণ হয়ে যায় হুব্বা শ্যামল।