সোমবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর হামলা চলে। এই নিয়েই উত্তপ্ত ত্রিপুরা। এই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা পাখির চোখ। ২০২৩ -এ সেখানে তৃণমূল সরকার আসবেই, দাবি অভিষেকের। বিরোধী দলকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। আগামী দেড় বছরে গণতন্ত্র ও উন্নয়নের সরকার গড়ব। ত্রিপুরায় গিয়ে এমনটাই বলতে শোনা গেল তাঁকে।
গঙ্গার গ্রাসে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপর্যস্ত,মুর্শিদাবাদ-মালদা সংযোগকারী যোগাযোগ ব্যবস্থা।
কমিশনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ৩ অগাস্ট থেকে ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া শুরু হবে। ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা এই পাঁচ বিধানসভা কেন্দ্রে ৬ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মালদহ -র হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। গ্রামেই সালিশি করে বিষয়টি মিটিয়ে নেওয়ার হুমকি। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগের পাল্টা দাবি জানিয়েছে তৃণমূল। এই সব ষড়যন্ত্র বিজেপির, দাবি তৃণমূলের। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এমনটাই জানালেন হরিশ্চন্দ্রপুরের আইসি।
বঙ্গের একাধিক জেয়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। ৪ তারিখ থেকে উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ৪ তারিখ এবং ৫ ভারি বৃষ্টি সম্ভবনা। কলকাতায় আকাশ থাকবে মেঘলা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কলকাতায় সর্বচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনীম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
পুলিশ সূত্রে খবর, গতকাল বিকালে নিউটাউন নারকেলবাগান মোড়ে টহলদারির সময় ওই গাড়িটিকে দেখতে পেয়েছিল পুলিশ। গাড়িটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর গাড়িটিকে তারা আটকান পুলিশকর্মীরা। গাড়ির বৈধ কাগজ দেখতে চান তাঁরা। কিন্তু, কোনও কাগজ ধৃতরা দেখাতে পারেননি। তারপরই তাঁদের আটক করা হয়।
জরাজীর্ণ মাটির বাড়ি। সেই বাড়ির সামনের গাছেই শিকল দিয়ে বাঁধা এক যুবক। আপন মনেই হেসে চলেছে সে, কখনও আবার নিজের মনেই কথা বলছে। পাঁচ বছর ধরে এই ভাবেই নাকি গাছের সঙ্গে বাঁধা রয়েছে সে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -এর ভালুকা গ্রাম পঞ্চায়েতের একবালপুর গ্রামে দেখা গেল এমনই ছবি। শিকলবন্দি সেলিমের পরিবারে রয়েছে সেলিমের ছোটো ভাই আসিফ তাঁর বাবা জাকির হোসেন এবং ঠাকুরদা আব্দুল হক। সেলিমের মা এবং তাঁর দাদাও মানসিক ভারসাম্যহীন, তাঁরা ঘর ছাড়া। পাছে সেলিমও পালিয়ে যায় তাই বেঁধে রাখা হয়েছে তাঁকে। সেলিমের বাবা এবং ঠাকুরদা পেশায় দিনমজুর। তাঁদের রোজগারেই চলে সংসার। তবে এই করোনা আর লকডাউনের জেরে নেই তেমন রোজগার। অভাবের সংসারে দুবেলা দুমোঠো জোটেনা তাঁদের। সেলিমের চিকিৎসা করানো তাই তাঁদের কাছে অসম্ভব। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সাহায্য জানালেন সেলিমের বাবা।
নিজেকে লালবাজারের গুন্ডাদমন শাখার কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন পার্থ। অভিযোগ, একাধিক ব্যক্তিকে পুলিশের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তার জন্য তাঁদের থেকে লক্ষাধিক টাকা হাতিয়েও নেন।
বাবুল সুপ্রিয় -কে নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। সোমবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাবুল। 'সাংসদ থাকছি, রাজনীতিতে থাকছি না'। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়। তারপর থেকেই তোলপাড় বঙ্গ রাজনীতি। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন বাবুল। এই নিয়েই সোমবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বাবুল। বৈঠক সেরে বেরিয়ে এসে এমনই কথা বলেন বাবুল সুপ্রিয়।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।