করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ। গত দিন দুই ধরে সামান্য জ্বর হয়েছিল তাঁর। এরপরই সতর্কতা হিসাবে কবির করোনা পরীক্ষা করানো হয়েছিল। বুধবার বিকেলে সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ অর্থাৎ ইতিবাচক এসেছে। তবে তাঁর শরীর-স্বাস্থ্যের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে। তাই হাসপাতালে নয়, আপাতত উল্টোডাঙ্গায় নিজের বাসভবনেই নিভৃতবাসে থাকছেন তিনি।
চতুর্থদফা পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ১০০ আসনের কাছাকাছি জয় পেয়েছে। এই ট্রেন্ড বাকি দফাতে চলতে থাকলে সংখ্যাটা ২০০ ছাপিয়ে যাবেই বলেই মত স্বপন দাশগুপ্তর।
বাংলায় চার দফার নির্বাচন হয়ে গিয়েছে
এতদিনে বঙ্গে ভোট প্রচারে এলেন রাহুল গান্ধী
বিজেপিকে তীব্র আক্রমণ, মমতার বিরুদ্ধে খেললেন সাবধানে
কেন বাংলায় এতটা সাবধানী রাহুল গান্ধী