সংক্ষিপ্ত
- উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্র
- শনিবার পরীক্ষা শুরুর কিছু পরেই ওই ছাত্রের শ্বাসকষ্ট শুরু হয়
- শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে
- প্রশাসনের সহায়তায় হাসপাতালে বসেই পরীক্ষা দেয় ওই ছাত্র
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্র। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে। তারপরে ওই ছাত্রকে স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই মুহূর্তে শ্বাসকষ্ট যেহেতু করোনা ভাইরাসের অন্য়তম উপস্বর্গ, তাই ওই ছাত্রকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। অবশ্য় প্রশাসনের সহায়তায় পরে হাসপাতালে বসেই পরীক্ষা দেন ওই ছাত্র।
আরও পড়ুন, করোনার জের, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য় সরকার
সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্র।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে।সূত্রের খবর,নদিয়ার কুবের নগর স্কুলের ছাত্র অপূর্ব ঘোষের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বেথুয়াডহরি মাতঙ্গিনী বালিকা বিদ্যালয়ে।অভিযোগ,শনিবার পরীক্ষা শুরুর কিছুক্ষন পরেই ওই ছাত্রের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে পুলিশ প্রহরায় হাসপাতালে বসেই পরীক্ষা দেন ওই ছাত্র। তবে শ্বাসকষ্ট হলেও ওই ছাত্রের করোনা উপস্বর্গ দেখা দিয়েছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি।
আরও পড়ুন, ফের চলন্ত ট্রেনে পাথর বাজের হামলা, গুরুতর আহত এক মহিলা যাত্রী
প্রসঙ্গত উল্লেখ্য়, করোনার মোকাবিলায় সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার। শনিবার একটি বিক্ষপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা। তবে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন, বৈশাখী-মমতা সাক্ষাৎকে গুরুত্ব নয়, শোভন নিয়ে চুপ দিলীপ