সংক্ষিপ্ত

  • মুড়ির ব্যবসা করে চলত পড়াশোনা
  • কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু কলেজ পড়ুয়ার
  • শোকের ছায়া হুগলির গুড়াপে
  • তদন্তে পুলিশ
     

উত্তম দত্ত, হুগলি: অভাবের সংসার, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নিজেকেই রোজগার করতে হত। মুড়ি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল এক কলেজ ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে।

আরও পড়ুন: বিয়ে পাকা করে ফেরার পথে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন পাত্রের মা

জানা গিয়েছে, মৃতের নাম অঙ্কন ঘোষ। হুগলির ধনেয়াখালি কলেজের ছাত্র ছিলেন তিনি। সংসারে এতই অভাব যে, পড়াশোনা করা বিলাসিতারই নামান্তর। তবুও হাল ছাড়েননি অঙ্কন। কলেজের খরচ চালানোর জন্য শুরু করেছিলেন মুড়ির ব্য়বসা। কারখানা ছিল গুড়াপের গোপালপুরে। রোজকার মতো মঙ্গলবার যখন কারখানায় মুড়ি ভাজছিলেন ওই কলেজ ছাত্র, তখনই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুন: 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' চাইলে আসছে 'গীতা', অনলাইন ডেলিভারিতেও কি লাগল গেরুয়া রঙ

স্থানীয় সূত্রে খবর, মুড়ি ভাজার যন্ত্রে কোনওভাবে বিদ্যুৎ সংযোগ চলে আসে। এরপরই বিদ্যুৎপৃষ্ট হন অঙ্কন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধনেখালি গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে অঙ্কন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। এলাকায় শোকের ছায়া। মেধাবী ছেলেটির এমন পরিণতি মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরাও।