সংক্ষিপ্ত

  • বিহার থেকে পালিয়ে এসেছিল বাংলায়
  • শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল সুপারি কিলার
  • শেষপর্যন্ত তাকে গ্রেফতার করল পুলিশ
  • একাধিক খুনের মামলায় অভিযুক্ত ধৃত ব্যক্তি

মিঠু সাহা, শিলিগুড়ি:  এ রাজ্য়েও পালিয়ে এসেও শেষরক্ষা হল না। শিলিগুড়িতে ধরা পড়ল কুখ্যাত সুপারি কিলার। ট্রানজিট রিমান্ডে তাকে বিহারে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন করেছে সে রাজ্যের পুলিশ।

আরও পড়ুন: করোনা আতঙ্কে মানসিক অবসাদ, অসুস্থ স্ত্রীকে 'খুন' করে আত্মঘাতী আশি বছরের বৃদ্ধ

জানা দিয়েছে, ধৃতের নাম উদয় যাদব। বাড়ি, বিহারের পাটনায়। পেশায় সে ট্রাকের খালাসি। দীর্ঘদিন ধরেই উদয়কে হন্যে হয়ে খুঁজছিল বিহার পুলিশ। কেন? তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে মানুষকে খুন করাও তার অন্য একটি পেশা। ট্রাকের খালাসিই শুধু নয়, উদয় যাদব একজন সুপারি কিলার। বিহারে একাধিক খুনের মামলা অভিযুক্ত সে। পুলিশের হাত থেকে বাঁচাতে বিহার থেকে পালিয়ে ওই সুপারি কিলার গা ঢাকা দেয় শিলিগুড়ি শহরে। শেষপর্যন্ত আর গ্রেফতারি এড়ানো গেল কই! 

আরও পড়ুন: চুঁচুড়া ট্রাফিকের নয়া পদক্ষেপ, নিয়ম ভাঙলে যেতে পারে লাইসেন্সও

উদয় যে পড়শি রাজ্যে পালিয়েছে, গোপন সূত্রে সে খবর পেয়ে যান বিহার পুলিশের আধিকারিকরা। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বিহার থেকে তদন্তকারীদের একটি দল চলে আসে শিলিগুড়িতে। বুধবার রাতে বিহার পুলিশ ও শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের যৌথ অভিযানে মেলে সাফল্য। শহরের গোরা বাজার এলাকা থেকে ধরা পড়ে যায় সুপারি কিলার উদয় যাদব।