সংক্ষিপ্ত
'বল হরি হরি বল, মোদীকে হাল্লা বোল', বলতে বলতে রবিবার আস্ত বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে মহিলারা দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের রাস্তায় বের হয়। এদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেওয়া হয়েছে শ্রাদ্ধও।
'বল হরি হরি বল, মোদীকে হাল্লা বোল', বলতে বলতে রবিবার আস্ত বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে মহিলারা দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের রাস্তায় বের হয়। এদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেওয়া হয়েছে শ্রাদ্ধও।
আরও পড়ুন, নিজের ব্যর্থতা ঢাকতে হর্ষবর্ধনকে এ কী করলেন মোদী, ফাঁস করতে তোপ অধীরের
উল্লেখ্য, প্রতিনিয়ত বেড়েই চলেছে ক্রমশ পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের দাম। সর্বস্বান্ত হয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের লোক জনেরা কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির প্রতিবাদে। অবিলম্বে পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি জায়গায় জায়গায় চলছে অবস্থান-বিক্ষোভ পেট্রলপাম্পের সামনে। রবিবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাথ সহ এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এদিনের প্রতিবাদ মিছিল হন। বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায় মহিলাদের। পরে প্রান্তিকা এলাকায় শ্রাদ্ধ করা হয়। অন্যদিকে ওই এলাকার কাউন্সিলর রিনা চৌধুরীর নেতৃত্বে মঞ্চ করে হয় প্রতিবাদ অবস্থান বিক্ষোভ। এলাকার বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিত ছিল। অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর দাবি জানানো হয়।
আরও পড়ুন, পুলিশ কর্তার মেয়ের অশ্লীল ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। কোথাও বাইক জ্বালিয়ে-কোথাবাও গরুর গাড়ি চালিয়ে। সম্প্রতি পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে, গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন কামারহাটির বিধায়ক। শনিবার পূর্ব বিধানসভার বেহালা চৌরাস্তা পেট্রোল পাম্পের কাছে বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জী নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রত্না চট্টোপাধ্যায় বলেছেন,' এই অবস্থান-বিক্ষোভ আজকে থেকে শুরু হয়েছে রবিবার পর্যন্ত চলবে।'
আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস