সংক্ষিপ্ত

  • কৃষি বিলের বিরোধিতায় পথে নামল তৃণমূল
  • নদিয়ায় তৃণমূলের বিক্ষোভ মিছিল
  • বিরোধিতায় মিছিল করল টিএমসিপি
  • কেন্দ্রীয় নীতির বিরোধিতায় মিছিল

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের বিরোধিতায় পথে নামল তৃণমূল কংগ্রেস। বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে কৃষি বিলের বিরোধিতায় পথে নামে মহিলা তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর শহরে কৃষি বিলের বিরোধিতায় হাতে ব্যানার ফেস্টুন নিয়ে পথে নামে তৃণমূল। এলাকায় বেশ কিছুটা জায়গা পর্যন্ত মিছিল করে মহিলার তৃণমূলের কর্মীরা। 

আরও পড়ুন-সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের প্রতিবাদ, বাসন্তী হাইওয়েতে সিপিএমের মিছিল.

মহিলা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মঙ্গলবার কৃষ্ণনগর বাসস্ট্যান্ড চত্বরে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। বাইক মিছিল করে বিজেপির বিরোধিতায় সরব হন টিএমসিপি সমর্থকরা।শুধু কৃষি বিল নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য়ের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। আমপান থেকে করোনা মোকাবিলা রাজ্যকে বিজেপি সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ।

আরও পড়ুন-'অতীত যাঁরা ভুলে যায়, ভবিষ্যৎ তাঁদের অন্ধকার', শুভেন্দুর মন্তব্যে জল্পনা

কৃষি বিলের বিরোধিতায় কৃষ্ণনগর বেশ কয়েকটি জায়গায় পথসভাও করে তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলে দিনভর সরগরম থাকে কৃষ্ণনগর শহর।