সংক্ষিপ্ত
খেলা করতে গিয়ে বন্ধুকে বাঁচাতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই স্কুল পড়ুয়া নাবালিকার। ঘটনায় মঙ্গলবার গভীর শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সিতানগরে।
খেলার ভয়ঙ্কর পরিণতি! পুকুরে নেমে বান্ধবীকে বাঁচাতে মৃত্যু (Death) দুই নাবালিকার (Two minor girls)।গ্রামের বাড়ির পাশের পুকুরের জলে নেমে খেলা করতে গিয়ে বন্ধুকে বাঁচাতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই স্কুল পড়ুয়া (School Student) নাবালিকার। ঘটনায় মঙ্গলবার গভীর শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সিতানগরে।
খুশির খবর, রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগেই চালু নতুন শিল্প, মিলবে প্রচুর চাকরি
শচীন থেকে শাকিরা, প্যান্ডোরা পেপার্সে ফাঁস রাঘব বোয়ালদের আর্থিক গোপন লেনদেন
মিহিদানার পর এবার পালা সীতাভোগের, বাংলার মিষ্টি পাড়ি দিল মধ্যপ্রাচ্যে
মৃত সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীর নাম আলতাফন খাতুন (১২) ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া আরফিনা খাতুন (৭)। উভয়ই স্থানীয় সীতানগরেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ি থেকে কিছু দূরে ঘুরতে ঘুরতে খেলার ছলে আরফিনা ও আলতাফান পুকুরে নামে। সেখানে রাখা একটি ডোঙ্গার উপর চেপে বসে তারা । এরপরে আচমকা দুই বান্ধবী ডোঙ্গার উপর লাফালাফি করার ফলে আচমকাই উলটে যায় ডোঙাটি। আফরিনা খাতুন প্রথমে জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় আলতাফন খাতুন। তাদের চিৎকার শুনে দূর থেকে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে বাড়ির লোকেরা গিয়ে মৃতদের শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তাদের তরফে মৃতদেহ ময়নাতদন্তের কথা বললে পরিবারের সদস্যরা অনিচ্ছা প্রকাশ করেন। ঘটনায় স্থানীয় গ্রামবাসী মনিরুল মন্ডল বলেন,"যদি একটু আগে আমরা ওদের চিৎকার শুনতে পেতাম তাহলে হয়তো একজন কাউকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো গেল না"।