- Home
- West Bengal
- West Bengal News
- বৃষ্টিপাতের ভ্রুকুটি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার রদবদল বাংলায়, সতর্ক করল হাওয়া অফিস
বৃষ্টিপাতের ভ্রুকুটি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার রদবদল বাংলায়, সতর্ক করল হাওয়া অফিস
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আবহাওয়ার বদল হতে চলেছে। এর প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে এবং পরে ধীরে ধীরে বাড়বে।

শীঘ্রই বদল হতে চলেছে আবহাওয়া। আবহাওয়ার রদবদলের আভাস দিল হাওয়া অফিস। শীতের আবহে ফের নিম্নচাপের হুঁশিয়ারি দিল হাওয়া অফিস। শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে হবে বৃষ্টি।
রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া বিভাগ আইএমডি একটি সতর্কতা জারি করেছে এবং আগামী দিনে বেশ কিছু জায়গায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ- পশ্চিম নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে ১৬ এবং ১৭ নভেম্বর তামিলনাড়ুর অনেক জায়গায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। ১৭ নভেম্বর দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
সূত্রের খবর, বাংলার অনেক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
জানা গিয়েছে, রবিবার থেকে বুধবারের মধ্যে সকালের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। শীতের আমেজ থাকবে সকাল ও রাতে। সব মিলিয়ে বদল হতে চলেছে বাংলার আবহাওয়া।

