- Home
- West Bengal
- West Bengal News
- নভেম্বর শেষের আগেই ৭ হাজার টাকা বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! মমতার সিদ্ধান্তে একধাক্কায় বাড়ল এই ভাতা
নভেম্বর শেষের আগেই ৭ হাজার টাকা বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! মমতার সিদ্ধান্তে একধাক্কায় বাড়ল এই ভাতা
- FB
- TW
- Linkdin
ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন সরকারি কর্মীরা।
ওদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে চলছে আন্দোলন।
এবার মিটল দাবি। এবার বেশ অনেকটাই এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হল।
মমতা সরকার জানিয়েছে জানিয়ে রাখি, এক ধাক্কায় ৭ হাজার টাকা ভাতা বৃদ্ধি পেল। অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
কোনও কর্মী ৫ বছর ধরে টানা কাজ করলে ন্যূনতম বেতন হবে ২১,০০০টাকা। যদি কোনও কর্মী দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ২৬,০০০ টাকা।
জানানো হয়েছে কোনো কর্মী ১৫ বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে ৩২,০০০০ টাকা। ২০ বছর ধরে কাজ করলে ন্যূনতম ৩৯,০০০ টাকা বেতন দেওয়া হবে।
এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হত না। এবার নিয়ম বেঁধে দেওয়া হল।
প্ৰতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার।
এই বর্ধিত ভাতা চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকার তরফে।