- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গ বিজেপির সভাপতি বাছতে ৮টি পরামর্শ, লক্ষ্য ২০২৬-এর আগে গেরুয়া শিবিরকে এক সুতোয় বাঁধা
বঙ্গ বিজেপির সভাপতি বাছতে ৮টি পরামর্শ, লক্ষ্য ২০২৬-এর আগে গেরুয়া শিবিরকে এক সুতোয় বাঁধা
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা সমীক্ষকদের রিপোর্টের ওপর।
- FB
- TW
- Linkdin
)
বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বে ভরসা সমীক্ষকদের রিপোর্টের ওপর।
সমীক্ষকদের রিপোর্ট
সমীক্ষকদের রিপোর্ট বলছে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের মধ্যে দিয়েই রাজ্য বিজেপির ছন্নছাড়া ভাব কাটানোর পথ খোঁজা হচ্ছে। রাজ্য বিজেপিতে রয়েছে একাধিক ভরকেন্দ্র
রাজ্য বিজেপিতে একাধিক গোষ্ঠী
বিজেপি সূত্রের খবর রাজ্য বিজেপিতে রয়েছে একাধিক গোষ্ঠী। একটি গোষ্ঠী শুভেন্দু অধিকারীকে ঘিরে। একটি সুকান্ত মজুমদারকে ঘিরে। অন্যটি আবর্তিত হয় প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে। আর সেই কারণে রাজ্য় বিজেপি কিছুটা ছন্নছাড়া হয়ে রয়েছে।
বিজেপির গঠনতন্ত্র মাথায় রেখেই সিদ্ধান্ত
বিজেপি সূত্রের খবর সমীক্ষক সংস্থাগুলি বিজেপির গঠনতন্ত্র ও নীতি অক্ষুন্ন রেখেই পরবর্তী রাজ্যসভাপতি নির্বাচন করা হবে।
শুভেন্দু অধিকারীকে নিয়ে সমস্যা
শুভেন্দু অধিকারীকে বিজেপির অনেক নেতা কর্মীরাই চাইছেন। কিন্তু বিজেপির নীতিতে আটকে যাচ্ছে। কারণ এক ব্যক্তি এক পদ নীতি বাধা। কারণ শুভেন্দু বিরোধী দলনেতা।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষকেও ফিরিয়ে আনার বিষয়ে বিজেপিতে কথাবার্তা হয়েছে। কিন্তু দলের একাংশ দিলীপে সায় দিচ্ছে না। তবে দিলীপের সাফল্যও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রের পাঠান সমীক্ষক দল।
দলের ভারসাম্য বজায় রাখা
বিজেপি সূত্রের খবর সমীক্ষক দল বঙ্গ বিজেপিতে ভারসাম্য বজায় রাখতে মরিয়া চেষ্টা করছে। একদিকে রাজ্য সভাপতি ও দলের প্রচার কমিটির প্রধান নির্বাচন করা হতে পারে।
লক্ষ্য ২০২৬
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে যথেষ্ট কড়া পদক্ষেপ করছে বিজেপি । তবে নির্বাচনে আগেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে রাজি নয়। প্রচার কমিটার মাথায় বসান হতে পারে প্রভাবশালী কাউকে।
প্রচার কমিটি গঠনের পরামর্শ
বিধানসভা নির্বাচনের এক বছর আগেই প্রচার কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। বিজেপির একটি অংশ মনে করছে প্রচার কমিটির প্রধানই হতে পারেন আগামী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
সভাপতি হিসেবে নাম
সমীক্ষক দল রাজ্য বিজেপিকে একই সুতোয় বাঁধতে একটি পিছিয়ে পড়া বা কোনও জনজতি গোষ্ঠীর সাংসদ বা বিধয়ককে রাজ্য বিজেপির সভাপতি করার পরামর্শ দিয়েছে। ইতিমধ্যেই পরামর্শ পৌঁছেছে কেন্দ্রীয় নেতাদের কাছে।