সংক্ষিপ্ত

রাজ্যে আসছে নতুন বিদ্যুৎ কেন্দ্র! কোথায় হল জমি নির্বাচন? এবার বদলে যেতে পারে রাজ্যের চিত্র

রাজ্যে তৈরি হবে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র। দু'টি ইউনিট সম্বলিত ১৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে রাজ্যে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট। সোমবার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরই সায় দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।

নতুন এই বিদ্যুৎ পরিকাঠামোটি সরকারি -বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে অবশ্যই আন্তর্জাতিক কোনও বেসরকারি সংস্থা নির্বাচন করা হবে। তবে জমি নির্বাচন কোথায় হবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য?

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, "টেন্ডারের পরে নির্বাচিত সংস্থা যেখানে চাইবে, সেখানে জমি দেওয়া হবে।আরও চারটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সাগরদিঘিতে পূর্ব ভারতের এই প্রথম সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ প্রায় ৯৫% শেষ। পুরো কাজ সম্পূর্ণ হবে আগামী মার্চের মধ্যে। সাগরদিঘি ছাড়াও এখন সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, দুর্গাপুর ও ব্যান্ডেলে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।"