সংক্ষিপ্ত

প্রতিদিন লোকাল ট্রেনগুলিতে মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনের প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ দুটি কামরা বেড়ে তিনটি হচ্ছে। রেল সূত্রে খবর, বুধবার থেকেই এই বাড়তি কামরার সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। জানুন বিস্তারিত 

কলকাতা: প্রতিদিন হুড়োহুড়ি করে অফিসে যাওয়ার দিন শেষ। কাজেকর্মে হোক কিংবা অন্য কোথাও প্রয়োজনে যাওয়ার দরকার পড়লে আমাদের প্রায় সকলেরই ফার্স্ট চয়েস ট্রেন। কারণ, তা বলার অপেক্ষা রাখে না, লোকাল ট্রেন হল ভারতের লাইফ লাইন। আর এই লোকাল ট্রেনে প্রতিনিয়ত যাত্রাী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহিলাদের কথা ভেবে ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Local Train)।

জানা গিয়েছে, প্রতিদিন লোকাল ট্রেনগুলিতে মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনের প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ দুটি কামরা বেড়ে তিনটি হচ্ছে। রেল সূত্রে খবর, বুধবার থেকেই এই বাড়তি কামরার সুবিধা পাবেন মহিলা যাত্রীরা।

এতদিন শিয়ালদহ ডিভিশনের যে কোনও লোকাল ট্রেনেই মহিলাদের জন্য ট্রেনের সামনের দিক ও পিছনের দিকে দুটি কামরা বরাদ্দ ছিলো। তার ওপর এই দুটি কামরায় কখনও তিনগেট দিলে বগির আয়তন কমে যাওয়ায় অফিস টাইমে প্রচন্ড ভিড়ে রীতিমত হাসফাঁস অবস্থা হত যাত্রীদের। এবার থেকে মিটতে চলেছে সেই সমস্যা। জানা গিয়েছে, এবার থেকে ট্রেনের সামনের ও পিছনের তৃতীয় কামরার অর্ধেকটিও তাদের কোটায় ঢুকছে। অর্থাৎ এবার দু দিকেই দেড়টা-দেড়টা করে অতিরিক্ত কামরা বরাদ্দ হচ্ছে মহিলাদের জন্য। থ্রি ফেজের নতুন এই রেকে ভেন্ডার কামরা অর্ধেক করা হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অর্ধেক সাধারণ কামরা ছিলো বুধবার থেকে তা হয়ে গেল মহিলা কামরা।

রেল কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, মোট ৯৫০টি লোকাল ট্রেনের মধ্যে ২৫০টি হল থ্রি ফেজের নতুন রেক। আপাতত এই কামরা বণ্টন এই নতুন রেকেই হবে।

উল্লেখ্য, শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে অন্যতম একটি। যেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল।

যাত্রীদের সুবিধার কথা এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হল। এই নতুন ব্যবস্থা যাত্রীদের ট্রেনে যাতায়াত আরও নিরাপদ করে তুলবে। ট্রেনের ভিড় কমবে। এছাড়াও রেল পরিষেবাকে আরও উন্নত করবে। শুধু তাই নয়, রেল সূত্রে দাবি, অতিরিক্ত মহিলা কোচ চালু হলে মহিলারা আরও স্বাধীনভাবে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। যৌন হয়রানির ঝুঁকি কমবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে