সংক্ষিপ্ত
নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড! "এই নথি থাকা মানেই আপনি এই দেশের নাগরিক, তার মানে নেই" জানাল UIDAI
যেকনোও জায়গায় পরিচয়পত্র দেওয়ার আগে সবার আছে যে নথির কথা মাথায় আসে তা হল আধার কার্ড। এই কার্ড ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্টও খোলা যায় না। তাই এতদিন সবাই জানত আঁধার কার্ডই হল দেশের নাগরিকত্বের প্রমাণ।
এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টকে একটি বিবৃতি জমা UIDAI। সেখানে বলে দেওয়া হয়েছে, আধার কার্ড কারও নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়।
লোকসভা ভোটের আগে আধার কার্ড বাতিল হচ্ছে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। সেই নিয়েই মামলা উঠেছিল হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতেই এমন বিবৃতি দিয়েছে UIDAI। এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে UIDAI স্পষ্ট করেছে একটি আধার নম্বর জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না। আধার নম্বর বাসস্থানেরও প্রমাণ নয়।
এ প্রসঙ্গে UIDAI'র সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা আদালতে জানিয়েছেন যে " ১৮২ দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে। NRC'র বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন, ২০২৩ এর ২৮A, যা বিশেষভাবে বিদেশী নাগরিকদের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়ে জানাতে গিয়েই আদালতে এই তথ্য জমা করেন লক্ষ্মী। সেই সঙ্গে তিনি এটাও জানান যে, UIDAI চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা বিদেশী নাগরিকের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে। "