সংক্ষিপ্ত

Adhir on Murshidabad: সংশোধিত ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ, চলছে জাগায় জাগায় বিক্ষোভ, দূষ্কৃতীদের হামলা। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। ওয়াকফ বিল কে কেন্দ্র করে উত্তেজনার জেরে মুর্শিদাবাদে বাবা, ছেলের মৃত্যুর পর থেকেই সেই তরজা এবং গণ্ডগোল নয়া  

Adhir on Murshidabad: সংশোধিত ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ, চলছে জায়গায় জায়গায় বিক্ষোভ, দূষ্কৃতীদের হামলা। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মুর্শিদাবাদে বাবা, ছেলের মৃত্যুর পর থেকেই সেই তরজা এবং গণ্ডগোলে নয়া মাত্রা নিতে শুরু করেছে। উত্তেজনা রুখতে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঘটনার জেরে মুর্শিদাবাদ থেকে বহু মানুষ মালদহে আশ্রয় নিতে শুরু করেছেন। মুর্শিদাবাদে গণ্ডগোল এবং উত্তেজনার জেরে এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, 'সরকার যেখানে চায় সাম্প্রদায়িক সংঘর্ষ হোক, সেখানেই ছড়ায় উত্তেজনা। সাম্প্রদায়িক সংঘর্ষ চাওয়া হয়েছিল গোধরায়, তা সেই সময় হয়। এবারও পশ্চিমবঙ্গে তা হচ্ছে কারণ সরকার চাইছে বলে।' এদিন ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে এমনই মন্তব্য শোনা যায় অধীরের মুখে। 

 

 

এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার 'নাটক' করছেন বলেও কটাক্ষ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষকে 'জিহাদি' বলছে বিজেপি। সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে 'জিহাদি' বলার সুযোগ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

অন্যদিকে, মুর্শিদাবাদে অশান্তি পাকানোর পিছনে রয়েছে বাংলাদেশের ২টি সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে বলে আগেই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার সেই দাবিকে মান্যতা দিলো খোদ পুলিশ প্রশাসন। সূত্রের খবর, বাংলাদেশের ইসলামিক সংগঠন আনসারুলের হাত রয়েছে বাংলায় অশান্তির পিছনে।

পুলিশ সূত্রে খবর, কট্টর ইসলামী সংগঠন এসডিপিআই-এর সদস্যরা গত বেশ কয়েক দিন ধরে এলাকায় মুসলিম যুবকদের উস্কানি দিচ্ছিলো। পুলিশের তরফে দাবি এসডিপিআই ঘরে ঘরে হিংসা ছড়াতে এটি করছিল। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে ঝামেলায় প্রাণ হারানো এজাজের পরিবারের সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে আরও দাবি করা হয়েছে যে, মুর্শিদাবাদে অশান্তি ছড়ানোর জন্য সোশ্যাল কেরালা ইসলাম চরমপন্থী দল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াও এর সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। শুধু তাই এই ঘটনার মামলায় তদন্তকারী রাজ্য পুলিশও মুর্শিদাবাদের অশান্তির পিছনে এসডিপিআই-এর হাত থাকার জোরালো সম্ভাবনার আশঙ্কা প্রকাশ করেছে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে যুক্ত ইসলামপন্থী সংগঠনগুলির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ওয়াকফ ইস্যুতে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।