শুভেন্দু বলেছেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা মাত্র ১ হাজার টাকা করে দেয়। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই বিধবা ও বার্ধক্য ভাতা ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

'দিল্লি কা জিত হামারি হ্যায়, ২০২৬ মে বারি বাঙ্গাল হ্যায়'। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রায় এক বছর আগে থেকেই নতুন স্লোগান তুলে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দিল্লি বিধানসভা (Assembly Election) নির্বাচনে বাঙালি এলাকায় প্রচারের বড় দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই দিল্লিতে (Delhi) ২৭ বছর পরে বিজেপি (BJP) ফেরায় রীতিমত খুশি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আপ গেছে এবার আমরা বাংলা থেকে মমতা পাপকে বিদায় করব।' তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দিল্লির বাঙালি ভোটাররা এই রাজ্যে বাঙালিদের দুর্দশা দেখেই বিজেপিকে ভোট দিয়েছে। তিনি আরও বলেন, বিহারে ঝড়ের গতিতে বিজেপি জিতবে। আর বাংলাতেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে।

আয়করে বড় পরিবর্তন, মধ্যবিত্তদের জন্য সোমবার সংসদে নতুন আয়কর বিল পেশ করবেন নির্মলা

এখানেই শেষ নয়, শুভেন্দু বিধানসভা ভোটের লক্ষ্যে এখন থেকেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। বাংলায় তৃণমূল কংগ্রেসে হারিয়ে ক্ষমতায় আসলে বিজেপি কী কী করবে তাও জানিয়ে দিয়েছেন। শুভেন্দু বলেছেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা মাত্র ১ হাজার টাকা করে দেয়। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই বিধবা ও বার্ধক্য ভাতা ৩ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আবাস যোজনার বরাদ্দও বাড়ান হবে। বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রকে বাদ দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের নামে এই প্রকল্প চালাচ্ছে। দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিচ্ছে। শুভেন্দু বলেন, বর্তমানে যা বাজার দর তাতে ১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি তৈরি হয় না। তিনি ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে আবাস যোজনায় ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছে গোটা পরিস্থিতি শক্...

শুভেন্দু অধিকারী আরও বলেন, দিল্লিতে আপের হার শুধুমাত্র আপের হার নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুরোপুরি সমর্থন করেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। তাই দিল্লিকে আপের হার মানে মমতারও হার। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারে অংশ দিয়েছিলেন শুভেন্দু। বাঙালি এলাকায় প্রচারের দিয়িত্ব ছিল তাঁর ওপর। তাই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরই দিল্লিতে বসবাসকারী বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।