সংক্ষিপ্ত

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রিষড়ায় উত্তেজনা। মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দিলীপ ঘোষের। মোতায়েন রয়েছে পুলিশ।

 

হাওড়ার পরে এবার হুগলি- রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল রিষড়াতে। রাম নবমীর মিছিলে রবিবার অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কিন্তু মিছিলের মধ্যেই হাঠাৎ করে পাথার ছোঁড়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। কিন্তুত তাতেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলেও অভিযোগ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

মিছিলকারীদের অভিযোগ রাম নবমীর শোভাযাত্রা যখন একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল তখনই মিছিল লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তারপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতা দিলীপ ঘোষ চলে আসার পরেই মিছিলে হামলার ঘটনা ঘটে। যদিও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেন মসজিদ থেকেই হামলা হয়েছে বলে। পাশাপাশি রাম নবমীর ধর্নীয় শোভাযাত্রায় শিশু ও মহিলারাও ছিল , তাই এজাতীয় হামলা অনভিপ্রেত বলেও জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, 'রোজাদারদের ঈমান দেখুন ! রিষড়ার মসজিদ থেকে রাম নবমীর মিছিলে পাথর ছুঁড়ছে।'

তবে এই ঘটনা নিয়ে এখনও পুলিশ কিছু জানায়নি। যদিও পরিস্থিতি কিছুক্ষণ পরে সামাল দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দিন কয়েক আগেই হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠী সংর্ঘষে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। । হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। তৈরি হয় দাঙ্গা পরিস্থিতি। তারপরই এলাকার দখল নেয় পুলিশ বাহিনী। গোটা এলাকায় দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দাঙ্গাবাজদের দেশের শত্রু বলে চিহ্নিত করে তাদের সতর্ক থাকতে বলেছেন। গতকালই রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাম নবমীর মিছিল ঘিরে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিল। কিন্তু হাওড়ার পরিস্থিতি প্রথমেই হাতের বাইরে চলে যায়।

শিবপুর থানা এলাকায় এদিন নাম নবমীর মিছিল ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার রামরাজাতলায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন তখনই অন্যদিকে হাওড়ার শিবপুরে রাম সেনানির মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছে। মুহুর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর। রামনবমী উপলক্ষে অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এক ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়েছিল। ওই শোভাযাত্রা কিছুটা দূরে এলে মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি শুরু হয়। বোতল ছোঁড়ারও ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়িতে। এলাকায় ছুটে আসে পুলিশ ও র‍্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কারা এই হামলা চালালো তা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুনঃ

১০৬ বছরের জীবনের ইতিকথা-প্রেমকথা শরীরে লিখেছেন ট্যাটু করে, সেই মহিলাই জায়গা পেলেন ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে

আর্থিক সংকট মোকাবিলায় ভারতের পথে পাকিস্তান, পেট্রোল-ডিজেল নিয়ে মোদী সরকারের নীতি অনুসরণ

পর্যটনের নতুন ঠিকানা- হিমালয় আর গঙ্গাকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চার ট্যুরিজিমের কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী