২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট গঠন করেছিল বিরোধী দলগুলি। কিন্তু পরপর কয়েকটি নির্বাচনে সাফল্য না আসায় ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।
জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের পক্ষে থাকলেও, পশ্চিমবঙ্গে অন্য কোনও বিরোধী দলকে জায়গা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টির ভরাডুবির পর এ কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে থাকলেও, এ রাজ্যে কংগ্রেস-বাম দলগুলির সঙ্গে জোট করেনি তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনেও একাই লড়াই করবে রাজ্যের শাসক দল। ফলে ইন্ডিয়া জোট বড় ধাক্কা খাচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে মমতা-বিরোধী হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে নরমপন্থী শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে হাইকম্যান্ড। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে কংগ্রেসের পরিকল্পনা ধাক্কা খাচ্ছে।
কংগ্রেসকে কড়া বার্তা
সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন জিতবেন তাঁরা। এই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দিল্লিতে বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে কংগ্রেসকে। সে কথা উল্লেখ করে খোঁচা দিয়েছেন মমতা। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ে যান অভিষেক। সেখানে তিনিও জোট নিয়ে মমতার অবস্থানকেই সমর্থন করেন। তিনি বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একাই লড়াই করে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনেও তাঁরা একাই লড়াই করবেন।
জোট না করলেই লাভ?
২০১১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু এর কিছুদিন পরেই জোট ভেঙে যায়। অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এখনই যদি ভোট হয় তাহলে বিজেপি না তৃণমূল কে জিতবে? রইল চকমদার পশ্চিমবঙ্গের ভোট সমীক্ষা


