Weather News: গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতেও বাড়বে গরম…                                                   

Weather News: সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গত দুদিন ধরে একই রকম পরিস্থিতি। কবে বদলাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ এই সাত জেলাতে তাপপ্রবাহের মত পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে।

শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে। শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাত জেলাতেই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।

অন্যদিকে, শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে রাজ্যের সব জেলাতেই (Weather News)।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Forecast):-

উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, মালদা সহ তিন জেলাতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।