সংক্ষিপ্ত

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সাবধানবাণীর পর প্রতিক্রিয়া এসেছে বিরোধী মহল থেকেও, কিন্তু, আশ্চর্যজনকভাবে সেই প্রতিক্রিয়া একেবারেই অপ্রত্যাশিত।

‘কেউ কেউ ভিআইপি নিরাপত্তা নিয়ে গাড়িতে অস্ত্র আনছে। ভিআইপি গাড়ি করে যেন রাজ্যে অস্ত্র না ঢোকে।’ পশ্চিমবঙ্গে ভিআইপি-দের গাড়িতে অস্ত্র পাচার বা টাকা আদান-প্রদান নিয়ে চাঞ্চল্যকর সতর্কতা মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকে সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল দলনেত্রী। বৃহস্পতিবার তাঁর এই সাবধানবাণীর পর প্রতিক্রিয়া এসেছে বিরোধী মহল থেকেও, কিন্তু, আশ্চর্যজনকভাবে সেই প্রতিক্রিয়া একেবারেই অপ্রত্যাশিত।

বুধবার পূর্ব মেদিনীপুরে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ তোলেন যে, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ব্যবহার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে অস্ত্র ও টাকা নিয়ে ঢুকছেন। তাঁর গাড়িতে তল্লাশি করার দাবিও তোলেন কুণাল।

তারপর বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়। ভিআইপিদের স্পেশাল প্রটেকশনের নাম করে কালো কালো বসনে, ‘একটু জায়গা দাও মা, গুন্ডামি করে আসি’, এটা যেন না হয়।”

রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েই সাংবাদিকদের সামনে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কনভয়ও যেন নজরদারির আওতায় থাকে, সেই দাবিই করলেন রাজ্যের বিরোধী দলনেতা। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, ‘‘একবার নয়, একশো বার চেকিং করতে পারে এবং শুধু চেকিং করাই নয়, ভিডিওগ্রাফি করে চেকিং করতে হবে। আর অবশ্যই এই নজরদারি প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীকেও রাখতে হবে। নাকা চেকিং চালু হলে নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ উনিও (মুখ্যমন্ত্রী) তো ভিআইপি।”

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন, ‘‘ডিসেম্বরে ওরা কমিউনাল যুদ্ধ লাগাবে। এছাড়া ওদের কোনও রাস্তা নেই। কর্ণাটকে ইতিমধ্যেই ওরা লাগিয়েছে। এগুলো নজর রাখতে হবে। শান্তির পথ আমাদের পথ। শান্তির পথ ধরে রাখতে হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিহার থেকে হাজার টাকায় অস্ত্র আসছে। ও-পার থেকে চলে আসছে। এখান-সেখান থেকে চলে আসছে। এগুলো সামলাতে হবে।” তাঁর বক্তব্য, ‘‘অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে এ সবের সুযোগ নিয়ে। আমাদের লোকেরা করে না। অন্য চক্রান্তকারীরা করে। ছোট ঘটনায় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে ৷ তোমাদের জেলায় কিছু কিছু কমিউনাল সংগঠন আছে ৷ ওখানে NIA-ও ঢুকেছে এইসব করার জন্যে।” নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘এটা একটা প্ল্যানিং আছে ওদের ৷ এই প্ল্যানিং ভেস্তে দিতে হবে ৷ নাকা চেকিং বাড়াতে হবে।”

এই নির্দেশকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই নজরদারির আওতার মধ্যে রাখার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমাদের গাড়ি কিংবা কনভয় চেকিং করার ক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই। তবে পুলিশকে মুখ্যমন্ত্রীর গাড়ি অথবা কনভয়ও নজরদারির আওতায় আনতে হবে। কেন না, নিয়ম সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত।’’


আরও পড়ুন-
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি, শীত নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর?
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক
অনুব্রতের দোসর কমলাকান্ত? গরুপাচারের শেকড় খুঁজতে দিল্লিতে ইডির নয়া পদক্ষেপ