West Bengal News: দিনের ব্যস্ত সময়ে নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনা। গার্ডরেলে ধাক্কা যাত্রীবোঝাই বাসের। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal News: নিবেদিতা সেতুর টোল প্লাজায় বাস দুর্ঘটনা। আসানসোল-দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জানা গিয়েছে, আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে গ্রীন লাইনের ওই বাসটি। ঘটনায় একজন বয়স্ক যাত্রী ছিটকে পরে রাস্তায়। এছাড়াও কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ।
অন্যদিকে, শহরের প্রাণ কেন্দ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের। আহত কমপক্ষে ৩০ জন বাস যাত্রী। নদীয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস, গুরুতর আহত একাধিক বাস যাত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে। বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন।
কমপক্ষে ৩০ জন বাস যাত্রী গুরুতর আহত হয়। সূত্রের খবর, নদীয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি, হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে।
জানা যায় বাসটিতে ছিল প্রায় ৫০ জন যাত্রী, তারমধ্যে ৩০ জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ, এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায়। সোমবার কৃষ্ণনগর শহর প্রাণকেন্দ্রে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী।
এদিকে সোমবার সকালে চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি চার চাকা গাড়ি। পরে ক্রেন নিয়ে এসে তোলা হয় গাড়িটিকে। গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানান এলাকার বাসিন্দারা। সুনীল সাধু বলেন, একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎ ই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়।বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পরে জলে ডুবে যায়। কোনও ভাবে গেট খুলে বেরিয়ে আসেন গাড়িতে সওয়ার স্বামী স্ত্রী। পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে। এলাকার বাসিন্দাদের ভীর জমে যায় ক্রেনে গাড়ি তোলা দেখতে। কাপাসডাঙার মত জনবহুল এলাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দম্পতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


