সংক্ষিপ্ত

এবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। আগামীকাল বুধবার ফের বাংলায় প্রচারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

রাজ্যে আসছেন অমিত শাহ। গত সপ্তাহেই উত্তরবঙ্গের কোচবিহারে সভা করে গিয়েছেন। এবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এবার ফের উত্তর বঙ্গের  প্রচারে আসবেন অমিত শাহ। আগামীকাল বুধবার ফের বাংলায় প্রচারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

বুধবার ১১ এপ্রিল সকাল ১১টায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১০ এপ্রিল থেকেই উত্তরবঙ্গে নির্বাচনী সভা করবেন অমিত শাহ বলে জানা গিয়েছে। ২০১৯ সালে আলিপুরদুয়ার থেকে ভোটের প্রচার শুরু করেন অমিত শাহ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাট আসনটি পায় বিজেপি। এবারও ভরসা রাখা হয়েছে সুকান্ত মজুমদারের উপরেই।

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোটগ্রহণ পর্ব চলবে ১৯ এপ্রিল। ভোটের আগেই উত্তরবঙ্গে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন অমিত শাহ। বাংলায় এসে লোকসভা নির্বাচনে আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। ৪২টি আসনের মধ্যে ৩৫ আসনে জিতবে বিজেপি। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ১৮ আসনে জিতেছিল বিজেপি। এবার আরও বড় জয়ের আশা রাখছে বিজেপি।