সংক্ষিপ্ত
শনিবার রাতেই কলকাতা আসছেন অমিত শাহ। থাকবেন রাজারহাটের একটি হোটেলে। রবিবার সকালে কল্যাণীতে বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগদান করবেন
আজ রাতেই কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রবিবার কল্যাণীতে বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগদান করবেন। বিজেপি সূত্রের খবর তিনি আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করতে পরেন। সম্প্রতি মেয়ের হত্যাকারীদের বিচার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন নির্যতিতার অভিভাবকরা। তারপর থেকেই অমিত শাহ নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে পরেন বলে জল্পনা তুঙ্গে।
শনিবার রাতেই কলকাতা আসছেন অমিত শাহ। থাকবেন রাজারহাটের একটি হোটেলে। রবিবার সকালে কল্যাণীতে বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুরে সল্টলেকে পূর্বঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা ইজেডসিসিতে বিজেপির দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার বিজেপি সদস্যপদ সংগ্রহ অভিযানের সূচনা করবে। বিজেপি সূত্রে খবর এই সফরেই তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি। অন্যদিকে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকও কিছু জানায়নি।
শনিবার রাত ১০টায় কলকাতা বিমান বন্দরে নামবেন অমিত শাহ। রবিবার কল্যাণী যাবেন হেলিকপ্টারে। তারপরই দুপুরে দলীয় কর্মসূচি রয়েছে। রবিবার হোটেলে মধ্যাহ্ন ভোজন করার কথা। রবিবারই তিনি দিল্লি ফিরে যাবেন।
সম্প্রতি আরজি করের নির্যাতিতার পরিবার অমিত শাহকে একটি ইমেল করেছিল। সেখানেই তাঁর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই নির্যতিতার পরিবারের সঙ্গে অমিত শাহ দেখা করতে চাইছেন বলে সূত্রের খবর। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রহী। কিন্তু রবিবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। তাই কখন কীভাবে দেখা করবেন তাই নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।