- Home
- West Bengal
- West Bengal News
- দারুণ খবর, ২০০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, কবে মিলবে টাকা? ঘোষণা তৃণমূল মন্ত্রীর
দারুণ খবর, ২০০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, কবে মিলবে টাকা? ঘোষণা তৃণমূল মন্ত্রীর
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মন্ত্রী উদয়ন গুহ। সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ২০০০ টাকা করে পাবেন। তবে, কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবে তা এখনও জানানো হয়নি।

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন সরকার। মাসে মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারে পেয়ে থাকেন ১২০০ টাকা করে।
এবার এই প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করল সরকার। ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
তিনি বলেন, এই ভাতা ১০০০ টাকা থেকে ১৫০০ আর ১২০০ টাকা থেকে ২০০০ টাকা হবে।
তবে, ঠিক কবে থেকে বাড়বে এই টাকা তা নিশ্চিত জানা যায়নি। সদ্য এক সভায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করেন তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ।
তিনি বলেন, মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং জানি।
তিনি বলেন, সে কারণে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন।
আরও বলেন, ৫০০ টাকা থেকে যেই লক্ষ্মীর ভাণ্ডার ১০০০ টাকা হয়েছে এবং ১০০০ থেকে বেড়ে যেটা ১২০০ টাকা হয়েছে, সেটা আরও বাড়তে বেশি দিন লাগবে না। ওই ১০০০ টাকা ১৫০০ টাকা হবে এবং ১২০০ টাকা বেড়ে হবে ২০০০ টাকা।
এভাবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তৃণমূল মন্ত্রীর।
লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান ভাতা চালু আছে এই রাজ্যে।

