অস্বাস্থ্যকর পরিবেশের শিশুদের রান্না, স্থায়ী মিড ডে মিল ঘরের দাবিতে বিক্ষোভ

বসিরহাটের হিঙ্গলগঞ্জের আদিবাসী পাড়ায় ২০০৭ সালে আইসিডিএস সেন্টার তৈরি হলেও খাবার রান্না করার কোন জায়গা নেই। খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ চালাতে হয়।

/ Updated: Nov 03 2023, 09:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি আদিবাসী পাড়ায় ২০০৭ সালে তৈরি হয় আইসিডিএস সেন্টার । বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক। কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের খাবার রান্না করার কোন জায়গা নেই। খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ চালাতে হয়। শিক্ষিকা বাড়ি থেকে ত্রিপল ,বাঁশ ,কাঠ এনে একটি অস্থায়ী ঘর তৈরি করেছে । রান্নার সময় খাবারের বাইরের কীট পতঙ্গ এসে পড়ে। পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার কোনো জায়গা নেই। স্থায়ী মিড ডে মিল ঘরের দাবিতে বিক্ষোভ আদিবাসীপাড়ার মায়েদের ।