- Home
- West Bengal
- West Bengal News
- দিঘা যাত্রার পরই দিলীপ ঘোষের জীবনে 'বানপ্রস্থ পর্ব' শুরু? 'ব্রাত্য' রাজ্য বিজেপির সব কর্মসূচিতে
দিঘা যাত্রার পরই দিলীপ ঘোষের জীবনে 'বানপ্রস্থ পর্ব' শুরু? 'ব্রাত্য' রাজ্য বিজেপির সব কর্মসূচিতে
Dilip Ghosh: দিলীপ ঘোষ দিঘা যাত্রার পর থেকেই ব্রাত্য রাজ্য বিজেপির কর্মসূচিতে। অনেকের মতেই বানপ্রস্থ শুরু হয়ে গেছে বিজেপি নেতার জীবনে।

বঙ্গ বিজেপিতে ব্রাত্য দিলীপ!
বঙ্গ বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু বর্তমানে তিনি বিজেপিতে প্রায় ব্রাত্য।
নেই কোনও কর্মসূচিতে
বর্তমানে বিজেপির কোনও কর্মসূচিতে ডাক পাচ্ছেন। যদিও বিজেপির অন্দরে গুঞ্জন কেন্দ্রের নেতারাই আপাতত দিলীপ ঘোষকে কোনও বৈঠকে ডাকতে নিষেধ করেছে।
বড় বৈঠক
দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর রাজ্য বিজেপির সবথেকে বড় বৈঠক ছিল গত ৬ মে। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। রাজ্যের প্রথম সারির নেতানেত্রীদের সঙ্গে আলাদ আলাদা করে কথাও বলেছিলেন।
ব্রাত্য দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকেই ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ।
তিরঙ্গা যাত্রা
বিজেপির বর্তমানে সবথেকে বড় কর্মসূচি হল অপারেশন সিঁদুরের সাফল্যে দেশজুড়ে তিরঙ্গা যাত্রা। কিন্তু সেখানেও গরহাজির দিলীপ ঘোষ।
নাম নেই দিলীপ
তিরঙ্গা যাত্রা নিয়ে রাজ্যে বিজেপিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নাম খাকলেও নাম ছিল না দিলীপ ঘোষ। তাই তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি বিজেপির সবথেকে বড় কর্মসূচিতে থাকছেন না।
'বানপ্রস্থ'পর্ব শুরু
রাজ্য বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার কথায় দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে 'বানপ্রস্থ'পর্ব শুরু হয়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেত জানিয়েছেন, লালকৃষ্ণ আডবানীকে ধীরে ধীরে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেইভাবেই দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে।
দিলীপের উত্তর
তবে এই বিষয়ে দিলীপ ঘোষ নিজেও যথেষ্ট সাবধান হয়ে উত্তর দিচ্ছেন। তিনি বলেছেন, 'বানপ্রস্থে এক দিন সকলকেই যেতে হয়। আমাকেও যেতে হবে। কিন্তু কবে যেতে হবে, সেটা তো আমি ঠিক করব। অন্য কেউ ঠিক করবেন না। দেখা যাক। ভবিষ্যৎই বলে দেবে কী হতে চলেছে।'
দিঘা পর্বের পরই পালাবদল
সম্প্রতি দিলীপ ঘোষ সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন। সেই ছবি আর ভিডিও ভাইরাল হয়। দিলীপের দিঘা যাত্রার পর থেকেই তাঁর সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের দূরত্ব বাড়তে থাকে।
দিলীপ বনাম শুভেন্দু
দিলীপ ঘোষের দিঘা যাত্রার পরই শুভেন্দু নাম না করে আক্রমণ করেন। পল্টা দিলীপ ঘোষও নাম না করে শুভেন্দুকে নিশানা করেছিলেন। তা নিয়ে উত্তাল ছিল রাজ্য বিজেপি।
আরএসএস থেকে ডাক
দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর আরএসএস-ও ডেকে পাঠিয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু তারপরেও দিলীপ ব্রাত্য থেকে গেলেন দলে।
বিয়ের পরই কি তাল কাটল?
রাজ্য বিজেপি নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায় সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না দিলীপ ঘোষের। বিয়ে করেও সমালোচনায় পড়তে হয়েছিল। তারপর দিঘা যাত্রা। সেখনেও সমালোচনা হয়েছিল। তারপরই সৎছেলের হঠাৎ মৃত্যু। সত্যি সময়টা ভাল যাচ্ছে না দিলীপ ঘোষের।

