- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঝড় বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাংলা
Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঝড় বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাংলা
উত্তর-পূর্ব বিহার ও উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা কমার পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
- FB
- TW
- Linkdin
)
এই মুহূর্তে বায়ুমণ্ডলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা উত্তর পূর্ব বিহারে অবস্থান করছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে।
আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ থেকে সর্বনিন্ম ২৫-২৪ এর ডিগ্রীর মধ্যেই থাকবে।
সপ্তাহের শুরুতে কমতে পারে তাপমাত্রা। অর্থাৎ এই মুহুর্তে এপিলের দহনজ্বালা থেকে মুক্ত হতে চলেছে রাজ্যবাসী।
তার উপর, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলত, ১৪ এপ্রিল, সোমবার পর্যন্ত বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে টানা এহেন ঝড়-বৃষ্টির জেরে বাংলার তাপমাত্রা এক ধাক্কায় যেন বেশ খানিকটা কমে গিয়েছে ফলে স্বস্তি নেমেছে সকলের মধ্যে।
এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, অসম এবং অরুণাচল প্রদেশে।
উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে হালকা থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে।
সেখানে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।