Birbhum News: মদ্যপ অবস্থায় ঘুমন্ত স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Birbhum News: রোজ মদ খেয়ে আসায় সংসারে লেগেই থাকত নিত্য অশান্তি। মদ্যপ অবস্থায় অশান্তির জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটিতে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রূপালি লেট। সোমবার রাতে রুপালি লেট তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাতে যাচ্ছিলেন। সেই সময় তার স্বামী দীপঙ্কর লেট রূপালি লেটের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
ঠিক কী অভিযোগ উঠেছে?
ঘটনায় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার অভিযুক্ত স্বামী দীপঙ্কর লেটকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। বিষয়টি জানিয়ে নলহাটি থানায় অভিযোগ জানিয়েছেন অগ্নিদগ্ধ গৃহবধূর আত্মীয়রা।
কী জানিয়েছেন অগ্নিদ্বগ্ধ গৃহবধূ?
অগ্নিদগ্ধ গৃহবধূর জানান, তার স্বামী প্রায়দিনই মদ্যপ অবস্থায় বাড়ি আসতো। বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করতো। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। সোমবার রাতে তার দুই সন্তানের সামনে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী।
অন্যদিকে, ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি কোনার বাড়ি এলাকায় চা বাগান থেকে উদ্ধার হল জোড়া ঝুলন্ত দেহ। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত দুজন হলেন প্রভাত অধিকারী (২৭) এবং প্রতিমা রায় (২৮)। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তে পাঠায় দেহগুলি।
জানা গিয়েছে, কোনার বাড়ি এলাকার প্রভাত অধিকারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রতিমা রায় নামের এক গৃহবধুর। আর এই সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে যান তারা। প্রায় মাস ছয়েক আগে এই ঘটনায় সে সময় প্রতিমার শ্বশুর বাড়ি থেকে থানায় মামলা করা হয়। পরবর্তীতে দুজন দুজনের বাড়িতে ছিলেন।
কিন্তু নাছোড় বান্দা ছিল উভয়ের প্রেম। আর সে কারণে পুনরায় পালিয়ে ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করেন তারা। এদিকে রবিবার প্রভাতের বাড়ি দুজনের ফেরার কথা ছিল। সেই মতো ফিরেছিলেন তারা। কিন্তু বাড়িতে না গিয়ে বাড়ির পাশেই এক চা বাগানে দুজনে আত্মহত্যা করেন। সোমবার সকালে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। গোটা বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


