Jagannath temple Digha: দিঘার জগন্নাথ মন্দিরের গেট ভেঙে পড়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। 

অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই বিপত্তি। দমকা হাওয়ায় ভেঙে পড়ল মন্দিরের লাইটের গেট। শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার সকালেই এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। যাইহোক, এই ঘটনা ঘটে শনিবার রাতে ওল্ড দিঘাতে। আচমকাই দমকা হাওয়া দেয়। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লইটের গেটটি। সেই সময় সেখন দিয়ে দুটি টোটো যাচ্ছিল। টোটোর ওপর ভেঙে পড়ে গেটটি। যদিও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে একহাত নেন অমিত মালব্য। তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বলেন, '২৬শে এপ্রিল, ২০২৫ তারিখে দিঘায় এক ভয়াবহ কালবৈশাখী ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় — অক্ষয় তৃতীয়া উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের মাত্র কয়েকদিন আগে। ঝড়ের তীব্রতায় একটি টোটোর উপর একটি আলোর গেট ভেঙে পড়ে, চালক অল্পের জন্য বেঁচে যান। আরও খারাপ বিষয় হল, মন্দিরের লোহার গেট ভেঙে পড়ে, একজন পথচারী গুরুতর আহত হন।

এটা কি কেবল প্রকৃতির ক্রোধ — নাকি ঐশ্বরিক হস্তক্ষেপ?

ধামের নির্মাণের লক্ষ্য হল ব্যাপক লুটপাট, স্বজনপ্রীতি এবং স্বজনপ্রীতি।

ভক্তি নয়, বরং দুষ্ট রাজনৈতিক আত্মমর্যাদা এই প্রকল্পটিকে চালিত করে, নির্বাচনের এক বছর আগে কৌশলগতভাবে নির্ধারিত।

• হিন্দুদের বোকা বানানো হচ্ছে বক্তৃতায় মন্দিরকে ‘মন্দির’ বলে, কিন্তু সরকারি কাগজপত্রে ছলচাতুরির সাথে এটিকে ‘সাংস্কৃতিক কমপ্লেক্স’ বলে, কারণ সরকার মন্দির (বা মসজিদ) তৈরিতে অর্থায়ন করতে পারে না এবং করা উচিতও নয়; হিন্দুরা ঐতিহ্যগতভাবে তাদের শ্রদ্ধেয় দেবতাদের প্রতি ভালোবাসা থেকে মন্দির তৈরি করে।

এটি পুরীর পবিত্র জগন্নাথ ধাম, প্রভু জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক হৃদয়কে প্রতিদ্বন্দ্বিতা করার একটি দুঃসাহসিক, পাপপূর্ণ প্রচেষ্টা।

মিথ্যা, প্রতারণা এবং স্বার্থপরতার রাজত্ব যেখানে থাকে সেখানে প্রভু জগন্নাথ বাস করেন না।

এই কালবৈশাখী কেবল একটি ঝড় ছিল না - এটি ছিল তাঁর বার্তা।'

Scroll to load tweet…

যাইহোক জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্য়ে দিঘাতে এখন সাজ সাজ রব। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যয়। বিকেল ৩টে ১০ মিনিটে নিয়ম মেনে হবে দ্বরোদঘাটন। থকবেন পুরীর রাজেশ দৈতপতি। দিঘায় ২২ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি ২০২২ সালে শুরু হয়। মন্দির নির্মাণের আনুমানিক খরচ প্রায় ২৫০ কোটি টাকা।