- Home
- West Bengal
- West Bengal News
- ২১ জুলাই বড় কর্মসূচি ঘোষণা দিলীপ ঘোষের, নিজের খাসতালুকেই শহিদ স্মরণ করবেন বিজেপি নেতা
২১ জুলাই বড় কর্মসূচি ঘোষণা দিলীপ ঘোষের, নিজের খাসতালুকেই শহিদ স্মরণ করবেন বিজেপি নেতা
২১ জুলাই বড় কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপদেশ মেনেই কাজ শুরু করতে চলেছেন বিজেপি নেতা।

২১ জুলাই বড় কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপদেশ মেনেই কাজ শুরু করতে চলেছেন বিজেপি নেতা।
বিজেপি সূত্রের খবর, রাজ্যে ফিরেই জোরদার কাজ শুরু করতে পরামর্শ দিয়েছিলেন জেপি নাড্ডা। সেই মতই বড় পদক্ষেপ নিয়েছেন। তবে নিজের খাসতালুক থেকেই কাজ শুরু করতে চলেছেন দিলীপ।
২১ জুলাই নিজেরই পূর্বতন কেন্দ্র খড়গপুরে শহিদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই দলের শহিদদের স্মরণ করবেন তিনি।
বিজেপি সূত্রের খবর , দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে দলের আদি নেতা ও কর্মীদের ডেকেছেন।
দিলীপের এই কর্মসূচি একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি তেমনই শুভেন্দুদেরও পাল্টা কর্মসূচি।
২১ জুলাই বিজেপির যুব মোর্চার ডাকে রয়েছে উত্তরকন্যা ঘেরাও অভিযান। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। শুভেন্দুরা যখন উত্তরবঙ্গে থাকবেন তখন দিলীপ থাকবেন দক্ষিণবঙ্গে।
দিল্লি থেকেই ফিরেই দিলীপ ঘোষ বলেছিলেন, ২১ জুলাই তিনি খড়গপুতে সভা করবেন। সেইমত সোমবার বেলা ৩টে গিরি ময়দানে জমায়েতের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ।
কর্মসূচির উদ্দেশ্যও জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গে বিজেপির আড়াইশোর বেশি কর্মী খুন হয়েছেন। সোমবার খড়্গপুরের সভায় তাঁদেরই স্মরণ করব, শ্রদ্ধা জানাব।'
তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই দিনে শহিদ স্মরণ করার কারণও জানিয়েছেন দিলীপ। তিনি বলেছেন, 'প্রকৃত শহিদ স্মরণ আমরাই করছি, তৃণমূল নয়। কারণ আমাদের কর্মীরা রাজনৈতিক লড়াইয়ে প্রাণ দিয়েছেন। তৃণমূল যাঁদের স্মরণ করবে, তাঁরা প্রথমত, কংগ্রেসকর্মী ছিলেন। দ্বিতীয়ত, তাঁরা কোনও রাজনৈতিক দলের হাতে খুন হননি, তাঁরা পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। আরা যাঁরা গুলি চালিয়েছিলেন বা যাঁদের নির্দেশে গুলি চলেছিল, তৃণমূল তাঁদেরই মঞ্চে বসিয়ে রাখবে'
২১ জুলাই বিজেপি তৃণমূল কংগ্রেস দুই পক্ষই বড় কর্মসূচি নিয়েছে। তাই বলা যেতেই পারে এই দিন থেকেই ২৬-এর ভোটের বাদ্য বেজে যাচ্ছে।

