Soumitra Khan: বিস্ফোরক বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এবার তিনি বোমা ফাটালেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। 

Soumitra Khan Vs Sujata Mondal: আবারও বিস্ফোরক বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এবার তিনি বোমা ফাটালেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। প্রাক্তন দম্পতির রাজনৈতিক কর্মকাণ্ড বাঁকুড়া জেলায় আবদ্ধ। তবে দুজনে দুই শিবিরে। একজন বাঁকুড়ার সাংসদ। আর তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বাঁকুড়া জেলার মৎস্য কর্মাধ্যক্ষ। বিজেপি নেতা সৌমিত্র খাঁ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজ, ফাঁকিবাজ- সহ একাধিক অভিযোগ করেন।

সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লাইভেই সুজাতা মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। সৌমিত্র বলেন, সুজাতা মণ্ডল গত ৬ বছর ধরে স্কুলে যাচ্ছেন না। কিন্তু তারপরেও তিনি বেতন পাচ্ছেন। সৌমিত্র লাইভে সুজাতার উদ্দেশ্যে বলেন,'আপনি সর্বদাই ব্যক্তিগতভাবে উল্টোপাল্টা কথা বলেন। সেই নিয়ে আইনি নোটিশ আমার যাচ্ছে। দ্বিতীয়ত আমার কাছে একটা ফাইল রয়েছে। ৬ বছর থকে উনি শ্যামবাজারের একটি স্কুলের টিচার। কিন্তু এক দিনের জন্য ওই স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি।' প্রাক্তন স্ত্রীর পাশাপাশি রাজ্য সরকারকেও নিশানা করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমার বার্তা, ছয় বছর ধরে উঁনি শ্যামবাজারে এভি স্কুলে যাননি। ওখানে না গিয়ে প্রতি মাসে বেতন পাচ্ছেন ছয় বছর ধরে। সব থেকে লজ্জার বিষয় হল যেদিন নমিনেশন দিয়েছেন সেদিনের বেতনও উঁনি পেয়েছেন। আমার কাছে সমস্ত ফাইল আছে।’

বিজেপি নেতা আরও বলেন, লোকসভা নি্র্বাচনের সময় প্রচারে ব্যস্ত ছিলেন সুজাতা মণ্ডল। কিন্তু সেই সময় তিনি স্কুলে না গিয়েও বেতন তুলেছেন। সৌমিত্র বলেন, 'শিক্ষাসচিবকে বলব দুর্নীতি-তো গোটাটাই করেছেন। কিন্তু একজন শিক্ষক ৬ বছরর বিদ্যালয় না গিয়ে শুধুমাত্র কীভাবে বেতন পাচ্ছেন? শিক্ষাসচিব আর শিক্ষামন্ত্রীকে দেখতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী আর দুর্নীতিগ্রস্ত শিক্ষা দফতর। '

সৌমিত্র এখানেই শেষ করেননি। তিনি সুজাতা মণ্ডলের বিদেশযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রমান ছাড়া তিনি কোনও কথা বলেন না। সৌমিত্র বলেন, 'উনি মৎস দফতরের জেলা পরিষদের ১৭ শতাংশ কাটমানি নিচ্ছেন। এই টাকার উৎস কী?' অয়কর দফতরকে চিঠি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র। পাশাপাশি সুজাতার বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র। তিনি বলেন একবছরে সুজাত নাকি তিনবার বিদেশ যাত্রা করেছেন। তিনি কোথা থেকে এত টাকা কোথা থেকে পান তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ।

সৌমিত্র আরও বলেন, 'ও ভণ্ডবাজ, দুশ্চরিত্র নারী, ছয় বছর ধরে টাকা তুলছে। আমি অনেক চুপ করে ছিলাম। তাঁর বাবা ও তিনি নিজে গ্রামে চাকরি দেওয়ার নাম টাকা তুলেছেন। ' এমনও অভিযোগ করেন সৌমিত্র। যদিও প্রাক্তন স্বামীর অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি তৃণমূল নেত্রী।