দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিজেপি রাজ্য সভাপতি (BJP State President) হওয়া নিয়ে জল্পনা যখন তুঙ্গে। ঠিক তখনই বেফাঁস মন্তব্য করে বসলেন দলের আরেক নেতা তথাগত রায় (Tathagata Roy)।
Tathagata Roy on Dilip Ghosh's Marriage: দিলীপদার সঙ্গে নাকি কোনও এত শ্রীমতি মজুমদারের বিয়ে হবে। সোশ্যাল মিডিয়াতে (Social Media Post) সম্প্রতি এমনই একটি পোস্ট করেছেন অর্ঘ্য কুমার নামে এক ব্যক্তি। কিন্তু মাত্র ২০ জন ফলোয়ার থাকা সেই অর্ঘ্য দাবি করেছেন, তিনি নাকি জানতে পেরেছেন যে, সেই দিলীপদাকে (Dilip Ghosh) বিজেপি রাজ্য সভাপতি (BJP State President) করা হতে পারে, তাই তাঁর বিয়ে নাকি পিছিয়ে গেছে (Tathagata Roy on Dilip Ghosh's Marriage)।
এরপর সেই পোস্টটি শেয়ার করে তথাগত রায় (Tathagata Roy) আবার নিজের মনের মধ্যে থাকা একটি প্রশ্ন ছুঁড়ে দেন। অর্ঘ্য কুমার নামের সেই ব্যক্তি নিজের পোস্টে লেখেন, “শুনলাম, দিলীপদার বিয়ে নাকি জনৈক শ্রীমতি মজুমদার দিদির সঙ্গে তিন মাস পিছিয়ে গেছে। কারণ, দিলীপদা নাকি রাজ্য সভাপতি হচ্ছেন..! হামারে নেতা ক্যাসা হো..? দিলীপবাবু য্যাসা হো।”
সেই পোস্টে আবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অমিত শাহদের ট্যাগও করেছেন অর্ঘ্য কুমার। আর সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তথাগত রায় লিখেছেন, “কিন্তু দিলীপবাবু তো একজন সংঘ প্রচারক! এরা তো বিয়ে করেন না! এ কি সত্য?”
প্রসঙ্গত, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে এখনও জল্পনা চলছে। বিধানসভা নির্বাচনের মাত্র আর কয়েক মাস বাকি থাকলেও এখনও পর্যন্ত নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেনি বিজেপি। বিগত বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার।
যদিও বিজেপি পার্টির নীতি অনুযায়ী, একজন ব্যক্তি একটি পদেই থাকতে পারেন। সেই নিয়ম মানলে সুকান্ত আর রাজ্য সভাপতি থাকতে পারেন না। আর এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে সরবও হয়েছেন বর্ষীয়ান নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর প্রশংসা করে একাধিক পোস্টে নিজের পছন্দের কথা বুঝিয়েও দিয়েছেন তথাগতবাবু (Tathagata Roy on Dilip Ghosh's Marriage News)।
অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে রাজ্যের নয়া সভাপতি নিয়ে একাধিক টুইট তিনি করেছেন সাম্প্রতিক সময়ের মধ্যে। আবার সুকান্ত মজুমদারকে পার্টটাইম সভাপতি বলে কটাক্ষও করেছেন তিনি।
এদিকে বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং দিলীপ ঘোষের দ্বন্দ্বের বিষয়টি বহু পুরনো একটি ঘটনা। এদিকে দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই রাজ্য বিজেপিতে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। ঠিক এই আবহের মধ্যেই গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর, বিজেপির একাধিক বড় নেতাকে কাঠগড়ায় তোলেন তথাগত। তাঁর মুখে ‘কামিনী কাঞ্চন’ মন্তব্যও শোনা যায়। এবার ২০ জন ফলোয়ার থাকা একটি প্রোফাইলের দাবিকে ঘিরে তথাগত রায় যেভাবে প্রতিক্রিয়া দিলেন, তা নিয়ে বিজেপির অন্দরে চর্চা হতে বাধ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
