সংক্ষিপ্ত

বিজেপির তরফে আবার চালু করা হল মিসড কল কৌশল। বাংলার জেলায় জেলায় এই কৌশলে বড় উদ্দেশ্য সফল করতে চলেছে গেরুয়া শিবির। 

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিজেদের ভিত্তি ভালোরকম মজবুত করে নিতে চাইছে বিজেপি (BJP)। শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য স্তরে দফায় দফায় বৈঠক হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। কিন্তু, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বা নির্দেশ জেলা বা বুথ স্তরের নেতানেত্রীদের মধ্যে কতটা কার্যে পরিণত হচ্ছে, তার হিসেব কীভাবে পৌঁছবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে? সাধারণ মানুষের কাছে পৌঁছনোর জন্য যাতে দলের নেতাদের পক্ষ থেকে কোনও খামতি না থাকে, সেই বন্দোবস্ত করে এবার বিশেষ ফোন নম্বর চালু করল পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

ভোটারদের একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছিল ‘প্রবাস কর্মসূচি'। সেই কর্মসূচি অনুযায়ী, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সকলের সঙ্গে কথা বলতে হত নেতা-নেত্রীদের। কিন্তু, কর্মসূচির নিয়ম মেনে অনেক বিজেপি নেতাই প্রবাসে যাচ্ছেন না বলে খবর এসেছে। কেউ কেউ আবার প্রবাসে গেলেও অধিক সময় ব্যয় করছেন না বলে জানা গেছে। দলের একেবারে ভিত্তি স্তরের অন্দরে গোলযোগ নির্মূল করার জন্য এবার কঠোর রাস্তা ধরল বিজেপির শীর্ষ নেতৃত্ব।‌

কেন্দ্রীয় নেতাদের নির্দেশ, বিধানসভা ভিত্তিক কর্মসূচিতে অংশ নিতে হবে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে দলের সাথে সংযোগ রাখার জন্য একটি বিশেষ ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। নম্বরটি হল: ৯০৯০৯০২০২৪। ওই নম্বরে মিসড কল দিতে বলা হবে ভোটারদের। আর সেই নম্বরটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোন এলাকা থেকে মিসড কল আসছে, সেটা চিহ্নিত করা হবে। তার থেকেই বোঝা যাবে, কোন কোন এলাকায় বিজেপি নেতারা পৌঁছেছেন এবং কোন কোন এলাকা এখনও পৌঁছনোর বাইরে রয়েছে। বিজেপির ফোন নম্বরের প্রতি মানুষের আগ্রহ দেখলে দলের ভোটারসংখ্যা সম্পর্কেও সম্যক ধারণা পেতে পারবে পদ্ম শিবির। 

আরও পড়ুন- 

Nusrat Jahan: 'সব রকম সাহায্য করব', ইডি-র উদ্দেশে আশ্বাস নুসরত জাহানের
G20 Summit: ভারতে জি ২০ সম্মেলনে যোগ দিতে আসছেন জো বাইডেন, অনুপস্থিত থাকবেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন

'বিয়ের পুরোহিত নিজেই মন্ত্রের মানে জানেন না', হিন্দু বিয়ের রীতিরেওয়াজ নিয়ে এম কে স্ট্যালিনের চাঞ্চল্যকর মন্তব্য