সংক্ষিপ্ত

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভুল পথে গেছে বলেও দাবি তাঁদের।

 

আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। রবিবার সুকান্ত মজুমদারের বাড়িতে দুই নেতা একত্রে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। সেখনেই তাঁরা মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই তাঁরা একহাত নেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।

শুভেন্দু অধিকারী বলেন, 'চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বাম ও অতি বাম জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিপথে পরিচালিত করেছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তাতে সমগ্র মানুষকে এই আন্দোলন থেকে বিচ্যুত করা হয়েছে। অনিকেত মাহাতাতোরা অনিশ্চয়তায় ভুগছেন। বাম ও অতি বামদের জন্য এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে।' শুভেন্দু আরও বলেন, জুনিয়র ডাক্তারদের সব ঠিক ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁদের আলোচনা তাঁর ও তাঁর মত সাধারণ মানুষদের ভাল লাগেনি। তিনি ওই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেন। বলেন, 'মমতই আসল দোষী। অন্যভাবেও সরকার এই বৈঠক করতে পারত। '

সরকরি হাসপাতালের থ্রেট কালচার নিয়ে সরব হন সুকান্ত মজুমদারও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমরা হাড়ে হাড়ে চিনি। আগেই বলেছিলাম। প্রধান অভিযুক্তের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তররা। থ্রেট কালচারের জনক মতা বন্দ্যোপাধ্য়ায়। একাধিক ফ্রন্ট চলে আসবে। যাদের নাম শুনেছি অভিযুক্ত হিসেবে তার সামনে আসবে। '

তবে জুনিয়র ডাক্তাররা জনিয়েছেন, বিজেপি , সিপিএম তাদের আন্দোলন নিয়ে যাই বলুক না কেন তাঁরা লড়াইয়ের ময়দান ছাড়বে না। আন্দোলন চালিয়ে যাবে। আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিল জুনিয়র ডাক্তাররা। পরে হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিকাঠামো বদলের দাবিতেও জানিয়েছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।