সংক্ষিপ্ত

Ram Navami: রাত পোহালেই রামনবমী। তার আগেই রামনবমীর অশান্তির নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চাকরি বাতিল ইস্যু ঘোরাতে রামনবমীতে গন্ডোগোল পাকানো হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, ''রাম নবমীতে অ

Ram Navami: রাত পোহালেই রামনবমী। তার আগেই রামনবমীর অশান্তির নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চাকরি বাতিল ইস্যু ঘোরাতে রামনবমীতে গন্ডোগোল পাকানো হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, ''রাম নবমীতে অস্ত্র মিছিল হবে। যুগ যুগ ধরে হচ্ছে। যারা বলে রাম বাঙালির না তারা ঠিক বলছেন না। তৃণমূল হিন্দু ভোট ভাগ করতে চাইছে। তাই রামনবমীর মিছিল করবে। তাতে লাভ কিছু হবে না। মুসলিম হিন্দু ভাইদের সতর্ক থাকতে বলব। ঝামেলা পাকানোর চেষ্টা হতে পারে।‌ কেউ প্ররোচনায় পা দেবেন না।''

তিনি আরও বলেন, ''২৬ হাজার চাকরি গেছে উনি এখন পাকে পড়েছেন। তাই নজর ঘোরানোর জন্য রামনবমীর মিছিলে গন্ডগোল পাকানো হতে পারে আশঙ্কা প্রকাশ করছি। বিজেপিকে পাঁচ বছর সুযোগ দিন। যদি কাজ না করতে পারি তাহলে আমাদের সরিয়ে দেবেন।''

উল্লেখ্য, শনিবার অন্নপূর্ণা পুজোর উপলক্ষে চুঁচুড়ার কাপাসডাঙ্গা বিজেপি রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য দীপাঞ্জন গুহর বাড়িতে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনবমী নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমত বিস্ফোরক মন্তব্য শোনা যায় তাঁর মুখে।

অন্যদিকে, আর ২৪ ঘন্টাও বাকি নেই। রাত পোহালেই রবিবার রামনবমী। রাজ্যজুড়ে আগামীকাল ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এই আবহে এবার রামনবমী পালন নিয়ে অশনিসঙ্কেত শোনালে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

মালদহের ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, রামনবমীর শোভাযাত্রা জঙ্গি হামলা হওয়ার সম্ভবনা রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা জানান তিনি। তেমনই ভাবে স্লিপার সেলের এই নাশকতার ছক করেছে। আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। তাই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তার আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।