শিখা চট্টোপাধ্যায় আরও বলেন, 'উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমি মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে
বাংলা ভাগের ( state division) দাবি এবার রাজ্য বিধানসভাতেই উঠল। দাবি তুললেন বিজেপি ( BJP)বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়। রাজ্য বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, উন্নয়ন করতে না পারলে ছেড়েদিন। আলাদ রাজ্য করে দিন। যদিও বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
শিখা চট্টোপাধ্যায় আরও বলেন, 'উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমি মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে উপস্থাপন করা দরকার।' তিনি আরও বলেন, 'মানুষই বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কোনও প্রতিকার নেই। কোনও কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কী করেছেন? আপনাদের তো বিধানসভায় পাঠিয়েছি। আপনারা অন্তত চিন্তাভাবনা করুন। গিয়ে বলুন, যে সরকার যদি কাজ করতে না পরে উত্তরবঙ্গকে আলাদা করে দিক। এটা কেন্দ্রীয় শাসনের আওতায় আসুন। যেভাবে গোয়া চলছে, সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি। এটা তো আমাদের কর্তব্য।'
বিজেপি এর আগেও পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুলেছিল। দলের একাধিক নেতা নেত্রী এর আগেও আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনেও এই দাবি জোরাল হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন বিধানসভা নির্বাচনেও বিজেপি রাজ্য ভাগের দাবিতে তুলতে পারে। যদিও কেন্দ্রীয় নেতারা রাজ্য ভাগ নিয়ে এখনও কিছুই বললেনি। বিজেপির এই মন্তব্যের বারবারই তীব্র নিন্দা করে আসছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস বারবারই বলছে বিজেপি ভাগাভাগি ও বৈষম্যের রাজনীতি করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
