সংক্ষিপ্ত

BJP Vs TMC: মুখ্যমন্ত্রীর মন্তব্যেই বিচার ব্যবস্থার অবমাননা করা হয়েছে। এই অভিযোগ তুলেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছেন

 

BJP Vs TMC: চাকরিহারাদের সঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সুপ্রিম কোর্টের রায়ের কয়েকটি অংশ তুলে ধরেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যেই বিচার ব্যবস্থার অবমাননা করা হয়েছে। এই অভিযোগ তুলেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছেন। তিনি বিচারব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের জন্য স্বতঃপ্রণোজিত মমালা করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের তহবিলে আর্থিক সূত্র নিয়েও তদন্তের আবেদন জানিয়েছেন।

সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি কেস স্টাডি করে দেখেছিলাম। ওখনও সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বলতে পারেনি। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি কেড়ে নেবেন না। মুখ ও মুখোশের তফাৎ বুঝতে হবে। ' এদিন মমতা আরও বলেছিলেন সুপ্রিম কোর্টে চাঁর সরকার রায়দান স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলে। বিচারপতি চন্দ্রচূড় তা করে দেন। তারপরই তিনি বলেন, 'আরেকজন প্রধান বিচারপতি এলেন। যোগ্য অযোগ্য না দেখে প্যানেল বাতিল করে দিলেন! এইরয়ের পিছনে কোনও খেলা নেই তো?'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্যের পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লেখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। চিঠিতে তিনি বলেন, 'শিক্ষা দুর্নীতি ঢাকতে অযোগ্যদের বাঁচাতে চান মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা কাঠগড়ায় তুলেছেন। যা মোটেও কাম্য নয়।' সুপ্রিম কোর্টের কাছে সাংসদের আবেদন, ১। রাজ্যের কোষাগারে কোথা থেকে এত টাকা আসছে তা নিয়ে তদন্ত করুক সুপ্রিম কোর্ট। ২। তৃণমূলের জনপ্রতিনিধিরা প্রায়ই বিচারপতি আর বিচারব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তা দিকে নজর দিক সুপ্রিম কোর্ট। ৩। যারা বিচারপ্রক্রিয়াকে টানা আক্রমণ করেছেন তাদের সাজার ব্যবস্থা করা হোক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।