Bangladeshis Arrested: গত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্ত থেকে বেশ কয়েকজন বাংলাদেশী গ্রেফতার হয়েছে। এসআইআর-প্রক্রিয়া (SIR West Bengal) শুরু হওয়ার পর দলে দলে বাংলাদেশীরা পালাচ্ছিল বলেও জানা গিয়েছিল। এরই মধ্যে ফের গ্রেফতার হল বাংলাদেশীরা।

DID YOU
KNOW
?
সীমান্তে তৎপর বিএসএফ
অনুপ্রবেশ রোখার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তাঁরা বাংলাদেশীদের আটক করছেন।

India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের গ্রেফতার কয়েকজন বাংলাদেশী। মালদা জেলার (Malda District) হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর বিওপি-র ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ (BSF) জওয়ানরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে। এদিকে, ওই পাঁচ বাংলাদেশীকে অবৈধভাবে সীমান্ত পার করাতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরাই এই ছয় জনকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম যথাক্রমে মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি শেখ। অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস। তাঁর বাড়ি হবিবপুর থানার পান্নাপুর অঞ্চলে। ঘটনার পর বিএসএফ ধৃত ছয় জনকেই সোমবার হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ছয় জনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে।

বারবার গ্রেফতার বাংলাদেশীরা

গত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক বাংলাদেশী গ্রেফতার হয়েছে। হাওড়া (Howrah), হুগলি (Hooghly), নদিয়া (Nadia), মালদার মতো জেলা থেকে বেশ কয়েকজন বাংলাদেশী ধরা পড়েছে। গত মাসেই হুগলি জেলার পাণ্ডুয়া থেকে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। সে বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। তাকে পাণ্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।

নদিয়া জেলা থেকেও গ্রেফতার বাংলাদেশীরা

কিছুদিন আগে নদিয়া জেলার তেহট্ট থানার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করে। এক দালালের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নদিয়ায় প্রবেশ করে তারা। এরপরই বেপাত্তা হয়ে যায় ওই দালাল। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তারা তেহট্টের ছিন্নমস্তা মোড়ে এসে পৌঁছয়। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এই দম্পতি ও তাঁদের শিশুসন্তানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এই দম্পতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। এরপরই তেহট্ট থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।