সংক্ষিপ্ত

এবার সরাসরি ভোটের প্রচার করবেন বুদ্ধদেব ভট্টাচার্য!

এবার সরাসরি ভোটের প্রচার করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সশরীরে নয় কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবার সরাসরি তাঁর অবয়ব সামাজিক মাধ্যমে তুলে ধরা হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। গত বছর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। এখন আর চলা ফেরার ক্ষমতা নেই তাঁর।

শনিবার সূর্যকান্ত মিশ্র একটি ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে। তাতে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবি পরে বুদ্ধদেব বাবু বলছেন, " সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই। মহিলাদের সম্মান নেই। দুর্ণীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। দুর্ণীতিগ্রস্থ বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেট তোষণ এখন আবার ইলেক্টোরাল বন্ডের মতো দুর্ণীতি।

জিনিসপত্রের দাম বাড়ছে। সঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি, আর.এস.এস।"

অবশ্য আসল নয় এই ভিডিওটিতে ভেসে উঠেছে বুদ্ধবাবুর নকল কণ্ঠস্বর। শোনা গিয়েছে একটি আবহসঙ্গীতও।