Burdwan News: ফের প্রকাশ্যে তৃণমূলের দাদাগিরি। রাস্তায় ফেলে যুবককে বেধড়ক মারধোরের অভিযোগ। কোথায় ঘটল এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Burdwan News: আবারও প্রকাশ্যে চলে এলো তৃণমূল নেতার মস্তানি! বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা শেখ কালো অমিত রায় নামের একজন যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করলেও কর্ণপাত করেনি শেখ কালো। (তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

ঠিক কী ঘটনা ঘটেছে? 

মাঝখানে বড় আকৃতির তলোয়ারও দেখায় ভিডিওতে সহিংসতার ভয়ঙ্কর চিত্র ফুটে এসেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, "আবারও পশ্চিমবঙ্গে 'ক্যাঙ্গারু কোর্ট'/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি... আইনের শাসন নেই, শাসক তৃণমূলের শাসন অব্যাহত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত ভিডিওতে হাত উঠিয়ে যারা আইন নিজের হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি প্রশাসনের কাছে। এইরকম চলতে থাকলে বর্তমান পশ্চিমবঙ্গ ব্রিটিশ ও মোঘল শাসনের বর্বরতা- কেও হার মানাবে"।

শুভেন্দু অধিকারের পোস্টে আরও বিভিন্ন জেলা—উত্তর দিনাজপুর, রাজারহাট, মালদহ—এর আলাদা আলাদা সহিংসতার ঘটনা তুলে ধরে বর্তমান পরিস্থিতির নিন্দা জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টু বলেন, "বিরোধী দলনেতা যে ভিডিও দেখিয়ে টুইট করেছেন সেটা পাঁচ বছর আগেকার ঘটনা। ভিডিওটির কোন ভিত্তি নেই। পাঁচ বছর আগেকার ভিডিও সামনে এনে আবার সেটা সমাজ মাধ্যমের ছড়িয়ে দেওয়া হচ্ছে।'' 

‘’বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় একজন অসুর, অসুর রূপেই বাংলার মানুষ চেনেন তাকে। সেই অসুর বাংলায় বড় ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করেছে একশ দিনের কাজ বন্ধ করে, বাংলার ক্ষতি করেছে ১০০দিনের টাকা আটকে দিয়ে, বাংলার ক্ষতি করেছে আবাস যোজনা বন্ধ করে দিয়ে। অসুর-টা ভীষণ লাফাচ্ছিল দুর্গাপুরের ঘটনায়। কিন্তু যখন সত্য সামনে এলো দুর্গাপুরের ঘটনা গণধর্ষণ নয় তখন তার মুখ পুড়েছে। অসুরটার লুকানোর মুখ নেই তাই টুইট করছে পাঁচ বছর আগের ঘটনা নিয়ে"।

তবে যার নাম উল্লেখ করে বিরোধী দলনেতার টুইট করেন, সেই শেখ কালো অবশ্য বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন।বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, বর্ধমান পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শেখ কালো এক ব্যক্তিকে নিশংসভাবে অস্ত্র হাতে পেটাচ্ছে! 

তিনি আরও বলেন, ‘’সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। শেখ কালো যাকে মারছে তার নাম জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত অমিত রায়। সে বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। তবে যেভাবে পেটানো হয়েছে তার বেঁচে থাকার কথা নয়। প্রশাসনের দায়িত্ব খুঁজে বের করা। পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে"।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।